পার্কস্ট্রিটে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৯ ইঞ্জিন

পার্কস্ট্রিটে বহুতলে আগুন। বহুতলের ৮ তলায় আগুন। ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পার্ক স্ট্রিটে ফের অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে এপিজে স্কুলের পাশে শাড়ির একটি গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নিয়ন্ত্রণের কাজ। পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তদারকি করছেন গোটা বিষয়টির।

দমকল সূত্রে খবর, লকডাউনে অফিস থাকায় গোউডাউনে কেউ ছিলেন না। পাশাপাশি দমকলমন্ত্রী এও জানিয়েছেন, কোনও প্রাণহানি হয়নি।

আরও পড়ুন: ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ, দৈনিক সংক্রমণ ২ লক্ষ ৭৬ হাজারের বেশি, কমল মৃত্যু

দমকলকর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। প্রচুর ধোঁয়ার কারণে পায়ে হেঁটে ওপরে ওঠা সম্ভব ছিল না। ৬৫ মিটার হাইড্রলিক ল্যাডার লাগিয়ে চলছে কাজ। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আপাতত অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আগুন। মনে করা হচ্ছে বহুতলের একদিকের আগুন নিভে গিয়েছে।

এদিন দুপুর ২টো নাগাদ হঠাৎ আগুন লক্ষ্য করেন স্থানীয়রা। এই বহুতলের ৪ তলা থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায়। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। খবর যায় দমকলের কাছে। সেই সময়েই ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি দাঁড়িয়ে পড়েন।

আরও পড়ুন: করোনার দ্বিতীয় ঢেউয়ে, অনেকটাই কমেছে মোদীর জনপ্রিয়তা! দাবি সমীক্ষার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest