Aindrila Sharma's Life Took Ewing Sarcoma, What Is This Disease

Aindrila Sharma: ইউয়িং সারকোমা কেড়ে নিল ঐন্দ্রিলার প্রাণ, কী এই অসুখ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মাত্র ২৪ বছর বয়সেই ইউয়িং সারকোমা(Ewing Sarcoma) নামক ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায়তা হলেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। অনেকেই হয়তো জানেন না, এই অসুখটি কী।

ইউয়িং সারকোমা একধরনের ক্যানসার, যা প্রাথমিক ভাবে হাড়ে সংক্রমিত হয়। অস্টিওসারকোমার পরে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক হাড়ের ক্যানসার। শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে এই ক্যানসার বেশি দেখা যায়। আমেরিকায়  প্রতি মিলিয়নে একজন এই রোগে আক্রান্ত হন।

ইউয়িং সারকোমার প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কী কী

ব্যথা এবং তরল জমা প্রধান উপসর্গ। হাড় ভেঙ্গে যাওয়ার আশঙ্কাও দেখা দেয় এতে। অন্যান্য উপসর্গগুলির মধ্যে রয়েছে :

 • কোন কারণ ছাড়াই জ্বর হওয়া।
 • ক্লান্তি অনুভব করা।
 • ত্বকের নীচে গুটি বা ফোলাভাব, বিশেষত বগলে, শরীরের বিভিন্ন অঙ্গে লিম্ফ নোড তৈরি হওয়া।

সাধারণ ভাবে শৈশব বা ১৮ থেকে ২৫ বছর বয়সি ব্যক্তিদের দেহে যে ক্যানসারগুলি বেশি দেখা যায়, তার মধ্যে অনেকগুলিই জিনগত সমস্যা থেকে তৈরি। যদিও এর প্রকৃত কারণ জানা যায়নি।

আরও পড়ুন: Weight Loss Drinks: লেবুর জলের সঙ্গে আদার কুচি, পুজোর আগেই ঝরিয়ে ফেলুন বাড়তি মেদ

এটি কীভাবে ধরা যায় এবং চিকিৎসা করা হয়?

এটি ধরার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তা হল, রোগীর সম্পূর্ণ শরীর পরীক্ষা এবং চিকিৎসাগত ইতিহাস জেনে নেওয়া। এ জন্য কয়েটি পরীক্ষার সাহায্য নেওয়া হয়। সেগুলি হল:

 • ইমেজিং বা প্রতিবিম্বকরণ।
 • এমআরআই স্ক্যান।
 • সিটি স্ক্যান।
 • পজিট্রন এমিশন টোমোগ্রাফি (পিইটি) স্ক্যান।
 • বোন ম্যারো: অ্যাসপিরেশন।
 • বায়োপসি।
 • রক্ত পরীক্ষা যেমন সি-রিয়েক্টিভ প্রোটিনের, লোহিত রক্তকণিকার কমার হার পরীক্ষা।

চিকিৎসা কীভাবে করা হয়:

 • কেমোথেরাপি।
 • রেডিয়েশন।
 • অস্ত্রোপচার।

যদি ক্যানসার বার বার ফিরে আসে, তবে স্টেম সেল থেরাপি দেওয়া যেতে পারে।

আরও পড়ুন: Piles: পাইলসের সমস্যায় ভুগছেন? তাহলে এই নিয়মগুলি মেনে চলুন

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest