হায়দরাবাদে বহুগুণ আসন বাড়াল বিজেপি, জায়গা ধরে রাখল মিম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২০১৬-র তুলনায় এ বার নিজেদের আসন সংখ্যা প্রায় ৯ গুণ বাড়িয়ে ফেলল বিজেপি । গত নির্বাচনে মাত্র ৪টি আসনে জয়ী হয়েছিল তারা।

হায়দরাবাদ পুরসভার ১৫০টি ওয়ার্ডের মধ্যে এখনও পর্যন্ত ১৩২টি ওয়ার্ডের ফল ঘোষণা হয়েছে। তাতে ৫৩টি ওয়ার্ডে জয়ী হয়ে প্রথম স্থানে কে চন্দ্রশেখর রাওয়ের তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)। আসাদউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম) রয়েছে দ্বিতীয় স্থানে। তারা জয়ী হয়েছে ৪২টি ওয়ার্ডে। তৃতীয় স্থানে বিজেপি। কংগ্রেস মোটে ২টি ওয়ার্ডে জয়ী হয়েছে। ভোটের ফল খারাপ হওয়ার দায় নিয়ে কংগ্রেস সভাপতি উত্তমকুমার রেড্ডি ইস্তাফা দিয়েছেন।

আরও পড়ুন:  মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে ভরাডুবি বিজেপি-র, হার গেরুয়া গড় নাগপুরেও

২০১৬-র পুরনির্বাচনে ৯৯টি আসন পেয়েছিল টিআরএস। এমআইএম পেয়েছিল ৪৪টি আসন। বিজেপির আসনসংখ্যা ছিল ৪। কংগ্রেসের দখলে ছিল ২টি আসন। এ বছরের হিসেবে চোখ রাখলেই বোঝা যাবে, আসলে টিআরএস-এর ভোটই কেটে নিয়েছে বিজেপি। মাত্র ৫১ আসনে প্রার্থী দিয়ে ৪২টি আসন পেয়ে গিয়েছে এমআইএম। কংগ্রেসে আগের আসনই ধরে রেখেছে এখনও পর্যন্ত।

হিন্দুত্বের হাওয়ায় ভর করেই যে বিজেপির এই উত্থান সম্ভব হয়েছে, সে ব্যাপারে যদিও একমত রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ ‘তারকা প্রচারক’ হিসেবে এ বার সেখানে সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নামিয়েছিল তারা। ‘ওয়াইসির গড়’ বলে পরিচিত ওল্ড সিটির লাল দরওয়াজায় দাঁড়িয়ে নিজামের শহরের নাম বদলে ‘ভাগ্যনগর’ করার দাবি তুলেছিলেন তিনি। শেষবেলার প্রচারে গিয়ে ভাগ্যলক্ষ্মী মন্দিরে পুজো দিয়ে সেখানে বিজেপির ‘ভাগ্যপ্রসন্ন’ করার রাস্তা আরও প্রশস্ত করে তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রকেটের গতিতে বিজেপির এই উত্থানকে ২০২৩-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবেও দেখছেন দেখা হচ্ছে। এমনকি তাদের এই উত্থানের পিছনে এমআইএম-এর ভূমিকা নিয়েও নতুন করে কাটাছেঁড়া শুরু হয়েছে। বিজেপির ‘বি টিম’ হিসেবে কাজ করার অভিযোগ আগেই উঠেছে ওয়াইসির দলের বিরুদ্ধে।

আরও পড়ুন: ইউপিতে প্রথমবার ‘লাভ জেহাদ’ বিরোধী আইনে ভিনধর্মের বিয়ে রুখল পুলিশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest