ড্রাইভিং লাইসেন্স-সহ মোটর ভেহিকলস নথির মেয়াদ পিছোল ৩১ ডিসেন্বর পর্যন্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কোভিড অতিমারী পরিস্থিতির কারণে ড্রাইভিং লাইসেন্সের বৈধতার মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর নির্দিষ্ট করল কেন্দ্রীয় সরকার। এর আগে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধার্য ছিল লাইসেন্সের মেয়াদ।

সোমবার কেন্দ্রীয় পরিবহণ ও সড়ক মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কেন্দ্রীয় পরিবহণ ও সড়ক মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, ফিটনেস, পারমিট, লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ১৯৮৮ সালের মোটর ভেহিকলস আইন ও ১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটর ভেহিকলস নিয়মাবলী সংক্রান্ত অন্যান্য নথিপত্রের বৈধতার মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত নির্দিষ্ট করা হল। এর আগে এই সময়কাল গত ৩০ মার্চ ও ৯ জুন নির্দিষ্ট করেছিল মন্ত্রক। এর পরে এই সমস্ত নথিপত্র বৈধতাকরণের মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বিস্তৃত করা হয়।’

সোমবার কেন্দ্রীয় পরিবহণ ও সড়ক মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কেন্দ্রীয় পরিবহণ ও সড়ক মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, ফিটনেস, পারমিট, লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ১৯৮৮ সালের মোটর ভেহিকলস আইন ও ১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটর ভেহিকলস নিয়মাবলী সংক্রান্ত অন্যান্য নথিপত্রের বৈধতার মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত নির্দিষ্ট করা হল। এর আগে এই সময়কাল গত ৩০ মার্চ ও ৯ জুন নির্দিষ্ট করেছিল মন্ত্রক। এর পরে এই সমস্ত নথিপত্র বৈধতাকরণের মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বিস্তৃত করা হয়।’

কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বর্তমান Covid-19 পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহণ সংক্রান্ত বিষয়ে এই সিদ্ধান্তের দ্বারা বহু নাগরিক উপকৃত হবেন বলেও মন্ত্রকের তরফে আশা প্রকাশ করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest