নাবালক-নাবালিকাদের জন্য এল ‘Bhavishya’ সেভিংস অ্যাকাউন্ট, মিলবে সরকারি সুবিধা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাচ্চাদের জন্য বিশেষ একটি সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করেছে ফিনো পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড (Fino Payments Bank Limited) ৷ ফিনো পেমেন্টস ব্যাঙ্ক ১০ থেকে ১৮ বছর নাবালিকদের জন্য ভবিষ্য সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করেছে ৷ ন্যূনতম অ্যামাউন্টের টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷

ব্যাঙ্ক এই মুহূর্তে ভবিষ্য সেভিংস অ্যাকাউন্ট উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশে শুরু করেছে ৷ বাচ্চাদের দরকারের কথা মাথায় রেখেই এই অ্যাকাউন্ট লঞ্চ করা হয়েছে ৷ এই অ্যাকাউন্টে একাধিক সুবিধা মিলবে ৷ফিনো পেমেন্টস ব্যাঙ্কের সিওও আশিষ আহুজা জানিয়েছেন, ভারতের শক্তি তার যুব সম্প্রদায় ৷

আরও পড়ুন : আজ থেকে শুরু কড়া লকডাউন, দেখে নিন, ছাড় কিসে

অন্যান্য স্কিলের পাশাপাশি ছোট থেকেই ব্যাঙ্কিং পরিষেবা সম্বন্ধে জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আধার কার্ডের মাধ্যমে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এছাড়া ছোট থেকে ভবিষ্যতের জন্য সঞ্চেয়ের প্রবণতা বাচ্চাদের মধ্যে তৈরি করতে সাহায্য করবে এই অ্যাকাউন্ট ৷Bhavishya সেভিংস অ্যাকাউন্টে মিলবে একাধিক সুবিধা ৷ এখানে ন্যূনতম ব্যালেন্স রাখার দরকার নেই ৷ এর সঙ্গে বিনামূল্যে মিলবে ডেবিট কার্ড ৷ কেবল এটিএম থেকে ক্যাশ তোলার ক্ষেত্রে এই কার্ড ব্যবহার করা যাবে ৷

সুরক্ষার কথা মাথায় রেখে নাবালিকের একটি আলাদা মোবাইল নম্বর থাকা অত্যন্ত জরুরি ৷ ১৮ বছর হতেই ভবিষ্য সেভিংস অ্যাকাউন্ট রেগুলার সেভিংস অ্যাকাউন্টে আপগ্রেড হয়ে যাবে ৷ এর জন্য আরও একবার কেওয়াইসি করাতে হবে ৷একাধিক সরকারি স্কিমের সুবিধা নেওয়ার জন্য এই অ্যাকাউন্ট ব্যবহার করা যেতে পারে ৷ এর মধ্যে Scholarship ও Direct Benefit Transfer সামিল রয়েছে ৷

২০২১ এর শেষে ১ লক্ষ ভবিষ্য সেভিংস অ্যাকাউন্ট খোলার লক্ষ্য রয়েছে ফিনো পেমেন্টস ব্যাঙ্কের ৷ ২০১১ সালের সেনসস অনুযায়ী, ভারতের জনসংখ্যার ২৫ কোটি ১০ থেকে ১৯ বছরের মধ্যে রয়েছে ৷ ২০২১ সালে সেটি আরও বেড়ে যাবে ৷ এর মধ্যে ৭০ শতাংশ গ্রামীণ এলাকায় থাকেন ৷

অনেকে বলেছেন এটি ভালো সিদ্ধান্ত। কেউ কেউ আবার গোটা ব্যাপারটিকে সন্দেহের চোখে দেখছেন তাদের দাবি এমন বহু কিছু হল, শেষপর্যন্ত গরিবের ক্ষতি হয় সবকিছুতেই। নীরব মোদির লুঠে নিয়ে পালায়। মাঝে মাঝে তাদের দেশে ফিরিয়ে আনার গপ্পো শোনানো হয়। তাতেই অনেকেই হেসে কুটিপাটি হয়। তাদের অনেকের অভিযোগ এই ক’বছরে আমি জনতার কল্যাণের যে গপ্পো শোনানো হয়েছিল তা আসলে বুড়ো ভোলানো গান।

আরও পড়ুন : TikTok অতীত! Instagram Reels-এ মজলেন মিমি-নুসরত-শুভশ্রী, দেখুন ভিডিও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest