When is Raksha Bandhan 2022, Date of Rakhi In India

Rakhi Purnima 2022: ভাইবোনের বিশেষ দিনটি এবছর কবে? জানুন শুভক্ষণ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাখি বন্ধন পালিত হতে চলেছে আগামী ১১ অগাস্ট। ভারতীয় সংস্কৃতিতে রাখি বন্ধন উত্‍সবের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাই ও বোনের মধ্যে সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করতে এই উত্‍সব পালিত হয়। এদিন বোনেরা ভাইদের হাতে রাখি বা রক্ষাসূত্র পরিয়ে তাঁর দীর্ঘ নীরোগ জীবনের জন্য কামনা করেন। আর ভাইয়েরা বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। তার সঙ্গে বোনেরা ভাইকে মিষ্টি খাওয়ান এবং বোনের হাতে উপহার তুলে দেন ভাইরা। অনেকটা ভাইফোঁটার মতো এই উত্‍সব প্রায় গোটা দেশজুড়েই পালিত হয়।

এই বছর রাখী বন্ধন পালিত হবে ১১ আগস্ট ২০২২, বৃহস্পতিবার। শ্রাবণ শুক্লা পূর্ণিমা ১১ আগস্ট সকাল ১০.৩৮ থেকে শুরু হবে এবং ১২ আগস্ট সকাল ০৭.০৫ পর্যন্ত চলবে। ১১ আগস্ট, রাখির শুভ সময় সকাল ০৯.২৮ থেকে রাত ০৯.১৪ পর্যন্ত হবে।

এছাড়া. ১১ আগস্ট, অভিজিৎ মুহুর্তা ১২.০৬ টা থেকে ১২.৫৭ টা পর্যন্ত হবে। অমৃতকাল ০৬.৫৫ টা থেকে ০৮.২০ টা পর্যন্ত চলবে। ব্রাহ্ম মুহুর্ত হবে ভোর ০৪.২৯ থেকে ০৫.১৭ পর্যন্ত।

আরও পড়ুন: Sreebhumi Sporting Club: সোনায় মোড়া দুর্গা প্রতিমা! শ্রীভূমির এবারের থিম ফাঁস করলেন সুজিত

রাখি পূর্ণিমাতে কী করবেন?

১. রাখি বন্ধনের দিন, প্রথম বোনকে সূর্যোদয়ের আগে স্নান করার নিয়ম। এর পরে, পরিষ্কার এবং নতুন পোশাক পরা উচিত।

২. গৃহের ইষ্টদেবতার পুজো করার পাশাপাশি রাখীকেও পুজো করতে হয়।

৩. পূর্বপুরুষদের স্মরণ করুন ও আপনার গুরুজনদের আশীর্বাদ নিন।

৪. রাখির জন্য সিল্ক বা রঙিন সুতোর ফিতে নিন।

৫. রাখি পূজার পর, আপনার ভাইয়ের কপালে তিলক করুন। তিলক করার জন্য কুমকুম ব্যবহার করুন।

৬ ভাইয়ের কপালে তিলক করার পর অবশ্যই টিকাতে অক্ষত লাগান।

৭. ভাইয়ের হাতে রাখি পরানোর সময় ‘ওঁ ত্রায়ুষম জমদগ্রে: কশ্যপস্য ত্রায়ুষম ৷ য়হেবেষু ত্রায়ুষম তন্ত্রো অস্তু ত্রায়ুষম ৷৷’এই মন্ত্রের জপ করা উচিত।

৮. ভাইয়ের ডান হাতে রাখি বাঁধার পর ভাইযকে মিষ্টি খাওয়ান।

৯. ভাই ছোট হলে অবশ্যই বোনের পা স্পর্শ করে আর্শীবাদ নেওয়া উচিত, যদি বোন ছোট হয়, তাহলে ভাইয়ের পা স্পর্শ করে প্রণাম করা উচিত।

আরও পড়ুন: Astro Tips: মনের মানুষের সঙ্গেই কি বিয়ে? জানুন কোন স্বপ্নে ইচ্ছাপূরণ হতে পারে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest