কেন শিবের ত্রিশূলে বাঁধা ডমরু? কিসের প্রতীক এটি? জেনে নিন এই শ্রাবণে…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

তিনি দেবাদিদেব মহাদেব। ধর্মপ্রাণ হিন্দুরা কেউ তাঁকে ভয় পান, কেউ তাঁকে ভক্তি করেন, আবার কারোর মতে তিনি সবার চেয়ে আলাদা।হিন্দু ধর্ম অনুযায়ী তিনি হলেন আদি দেবতা। অন্য দেবতাদের থেকে সম্পূর্ণ আলাদা মহাদেবের সহজ সরল জীবনযাত্রা ও পোশাক আশাক তাঁর ভক্তদের মনে তাঁর সম্পর্কে কৌতুহল বাড়িয়ে তোলে আরও অনেকটাই৷ কেন তাঁর হাতে ত্রিশূল, কেন তাঁর হাতে ডমরু, কেন সাপ তাঁর গলায় জড়ানো, এমন আরও বহু প্রশ্নই মনে উঁকি দিয়ে যায়৷ তেমনই কিছু প্রশ্নের উত্তর রইল আপনাদের জন্য…

ত্রিশূল – মহাদেবের ত্রিশূল তিনটি শক্তির প্রতীক- জ্ঞান, ইচ্ছা এবং সম্মতি৷

ডমরু – শিবের ত্রিশূলে সব সময় বাঁধা থাকে ডমরু। এই ডমরু বেদ এবং তার উপদেশের প্রতীক যা আমাদের জীবনে এগিয়ে চলার রাস্তা দেখায়৷

আরও পড়ুন:  বৃষ্টির জলে সতেজ হবে দাম্পত্য, ফিরবে আর্থিক সচ্ছলতা, মেনে চলুন এই সব নিয়ম…

রুদ্রাক্ষমালা – রুদ্রাক্ষ ধারণ আসলে শুদ্ধতার প্রতীক৷ অনেকক্ষেত্রে তাঁর হাতে রুদ্রাক্ষমালা থাকে যা ধ্যানমুদ্রার সূচক বলে জানা যায়৷

নাগ – মহাদেবের গলায় ও মাথায় নাগের উপস্থিতি সর্বদা দেখা যায়, যা পুরুষের অহংকারের প্রতীক বলে মনে করা হয়৷

মাথায় চাঁদ – মহাদেবের মাথার চাঁদ এই ইঙ্গিত দেয় যে, কাল সম্পূর্ণরূপে তাঁর নিয়ন্ত্রণে৷

জটার থেকে নির্গত জল – মহাদেবের জটা থেকে জল বেরিয়ে আসতে দেখা যায়। আসলে তা হল গঙ্গা নদী৷ ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয় সর্গের নদী গঙ্গা যখন মর্ত্যে নেমে আসছিলেন, তখন তাঁর প্রচণ্ড জলোচ্ছ্বাসে পৃথিবী প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ভগীরথ তখনও শিবের চরণাগত হন। মহাদেব নিজের জটায় গঙ্গাকে আবদ্ধ করে ফেলেন। জটা থেকে মহাদেব তাঁকে ছোটো ছোটো ধারায় মুক্তি দেন। সেই কারণে মহাদেবের জটা থেকে গঙ্গাকে বেরিয়ে আসতে দেখা যায়।

তৃতীয় নেত্র – তাঁর কপালের তৃতীয় নেত্রকে জ্ঞানের প্রতীক বলে মনে করা হয়৷ অনেক ক্ষেত্রে বলা হয়, তিনি রেগে গেলে এই তৃতীয় চোখটি খুলে যায় এবং সব কিছু ভস্ম হয়ে যেতে পারে তাতে৷

বাঘ ছাল – মহাদেবের সব ছবিতেই দেখা যায় তিনি বাঘছাল পরে রয়েছেন, আবার কোনও কোনও ছবিতে এও দেখা যায় যে তিনি বাঘ ছালের ওপর বসে রয়েছেন৷ আসলে এই বিষয়টি ভয় হীনতা ও অতি সাধারণ জীবনযাত্রার প্রতীক৷

আরও পড়ুন: ২৫ জুলাই পালিত হবে নাগপঞ্চমী? তার আগে জেনে নিন সাপ পুজো করার কারণ…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest