ওয়েব ডেস্ক: ফের নক্ষত্রপতন বলিউডে। বৃহস্পতিবার সকালে চলে গেলেন ঋষি কাপুর। শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমকে তাঁর বড় ভাই অভিনেতা রণধীর কপূর তাঁর প্রয়াণের খবর জানান।
আলিয়া ভাটের কাছে ঋষি কাপুরের চলে যাওয়াটা ব্যক্তিগতভাবে বিশাল বড়ো একটা ক্ষতি। কাপুর পরিবারের বৌমা হওয়ার আগেই হবু শ্বশুরকে হারালেন আলিয়া। এদিন ঋষি কাপুরের মৃত্যুর খবর পাওয়া মাত্রই এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে পৌঁছান রণবীরের বান্ধবী।
https://www.instagram.com/p/B_mCZBjHpCD/
জানা গিয়েছে ঋষি কাপুরের শেষকৃত্যে শামিল হবেন ২০ জন। থাকবেন-ঋষি কাপুরের দুই সন্তান রণবীর, ঋদ্ধিমা সহ করিনা, সইফ, আলিয়া, অভিষেক, অয়ন মুখোপাধ্যায়, আরমান জৈন, অনিল অম্বানিরা।
https://www.instagram.com/p/B_miMBUHTEy/