প্রথম ভারতীয় হিসেবে ফেড কাপের মনোনয়ন পেলেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: ভারতের প্রথম টেনিস তারকা হিসাবে ফেড কাপ হার্ট পুরস্কারের জন্য মনোনীত হলেন সানিয়া মির্জা। এশিয়া/ওশেনিয়া গ্রুপে সানিয়ার সঙ্গেই লড়াইয়ে রয়েছেন ইন্দোনেশিয়ার প্ৰিষ্কা মেডিলিন নুগ্রহ।

চার বছর পর ফেড কাপে কোর্টে নামেন সানিয়া। কোলের ছেলেকে রেখে কোর্টে নেমেই প্রথমবার ভারতকে ফেড কাপের প্লে অফে নিয়ে যান সানিয়া। এআইটিএ-র এক রিলিজে জানা যায় সানিয়া মির্জা বলেছেন, ‘‘ভারতের জার্সি পরে কোর্টে নেমে পড়াটা আমার জন্য একটা গর্বের মুহূর্ত ছিল ২০০৩ সালে। এটা আঠেরো বছরের একটা লম্বা সফর। এবং আমি অত্যন্ত গর্বিত ও সম্মানিত ভারতীয় টেনিসের সাফল্যে অবদান রাখতে পেরে।”

আরও পড়ুন: ৩৩ বছর পর পুনঃসম্প্রচারিত হয়ে বিশ্বরেকর্ড গড়ল সাগরের ‘রামায়ণ’

৩৩ বছর বয়সী হায়দরাবাদী টেনিস তারকা জানান,”ফেড কাপের ফল আমার কেরিয়ারে অন্যতম সাফল্য।  এই মুহূর্তের জন্যই একজন ক্রীড়াবিদ খেলে থাকে।আমি ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডস প্যানেলের কাছে কৃতজ্ঞ আমাকে বেছে নেওয়ার জন্য।”

পয়লা মে থেকে অনলাইনে শুরু হবে ভোট। চলবে ৮ মে পর্যন্ত। ফ্যানদের ভোটের ভিত্তিতেই ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড জয়ীর নাম ঘোষণা করা হবে। 

ফেড কাপের হার্ট পুরস্কারের ইউরোপ/আফ্রিকা জোন থেকে মনোনীত হয়েছেন এস্তোনিয়ার এনে কনতাভে ও লুক্সেমবার্গের এলিওনোরা মোলিনারো। আমেরিকা জোন থেকে মনোনয়ন পেয়েছেন মেক্সিকোর ফার্নান্দা কন্টেরস গোমেজ এবং প্যারাগুয়ের ভেরোনিকা কেপেদে রোগ।

আরও পড়ুন: Lockdown Launch: 48 MP ক্যামেরা, দুর্ধর্ষ ব্যাটারি ব্যাক-আপ নিয়ে হাজির Redmi Note 9

Gmail 4
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest