Australia vs Pakistan, ICC Men's T20 World Cup 2021/22, 2nd Semi-Final

আজ দ্বিতীয় সেমিতে মুখোমুখি AUS vs PAK, জেনে নিন কখন, কোন চ্যানেলে দেখবেন ম্যাচ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আজ বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। মুখোমুখি হবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। পাকিস্তান এই বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে। এই বিশ্বকাপের একমাত্র দল হিসেবে সুপার-টুয়েলভের সব ম্যাচে জয় পেয়েছে। অস্ট্রেলিয়া আবার বিশ্বকাপ যত এগিয়েছে, তত নিজেদের ছন্দ ফিরে পেয়েছে। এর পাশাপাশি অজিরা নক আউটে বড় গাঁট। ১৯৯৯ ওডিআই বিশ্বকাপে পাকিস্তান দুরন্ত ছন্দে ফাইনালে পৌঁছানোর পরেও, অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছিল। এ বার সেমিফাইনালে কোনও ভাবে আর আর সেই ঘটনার পুনরাবৃত্তি চান না বাবর আজমরা।

পাকিস্তান একবার টি-20 বিশ্বকাপ জিতলেও পাঁচবারের ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বজয়ের স্বাদ পায়নি ৷ এর আগে চারবার টি-20 বিশ্বকাপে (2007, 2009, 2010 ও 2012) সেমিফাইনাল খেলেছে পাকিস্তান ৷ আর অস্ট্রেলিয়া এর আগে তিনবার (2007, 2010 ও 2012) শেষ চারের লড়াইয়ে মাঠে নেমেছিল ৷

কবে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল: ১১ নভেম্বর, ২০২১ (বৃহস্পতিবার)।

কোথায় অনুষ্ঠিত হবে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ: দুবাই ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল।

কখন শুরু হবে ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ৭টার সময়।

ভারতে কোন চ্যানেলে দেখা যাবে দু’টি ম্যাচের সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিশ্বকাপের ম্যাচগুলি।

মোবাইলে এবং অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Disney+Hotstar-এ দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest