CWC 2023: BAN vs AFG World Cup 2023: Bangladesh beat Afghanistan by six wickets

CWC 2023, BAN vs AFG: দারুণ শুরু বাংলাদেশের, ৯২ বল বাকি থাকার নজির গড়া জয় সাকিবদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতের মাটিতে বিশ্বকাপের শুরুটা দারুণ হল বাংলাদেশের। শনিবার ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে ৯২ বল বাকি থেকে ৬ উইকেটে অনায়াসে জয় পেল সাকিব আল হাসানের দল। ২০১৫, ২০১৯-র পর ২০২৩ বিশ্বকাপেও জয় দিয়ে শুরুটা হল বাংলাদেশের।  বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশী বল হাতে রেখে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১১ বিশ্বকাপে ডাচদের বিরুদ্ধে ৫২ রানে জয়টাই ছিল রান তাড়া করে সাকিবদের সবচেয়ে অনায়াসে জয়।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শাকিব আল হাসান। আফগানিস্তান তোলে ১৫৬ রান। ইনিংসের শুরুটা খুব খারাপ করেননি আফগানেরা। রহমানুল্লাহ গুরবাজ ওপেন করতে নেমে ৬২ বলে ৪৭ রান করেন। ৪টি চার এবং ১টি ছয় মারেন তিনি। আফগানিস্তানের অন্য ব্যাটারেরা কেউই বড় রান পেলেন না। ফলে তৈরি হল না বড় জুটি। প্রতিপক্ষকে কঠিন লক্ষ্য দেওয়ার ক্ষেত্রে যা জরুরি। ইব্রাহিম জাদরান (২২), রহমত শাহেরা (১৮) ভাল শুরু করেও বড় ইনিংস খেলতে পারলেন না। দলকে ভরসা দিতে পারলেন না অধিনায়ক হাসমতুল্লা শাহিদিও (১৮)। শেষ দিকে ব্যাট হাতে কিছুটা চেষ্টা করেছিলেন আজমতুল্লাহ ওমরজাই (২২)।

আরও পড়ুন: India vs Australia: অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, বিশ্রামে রোহিত-বিরাট, নেতৃত্বে রাহুল

বাংলাদেশের জোরে বোলারদের পাশাপাশি সাফল্য পেলেন স্পিনারেরাও। শাকিবের দলের সফলতম বোলার মেহদি হাসান মিরাজ ২৫ রানে ৩ উইকেট নিলেন। বাংলাদেশের অধিনায়ক নিজেও ৩ উইকেট নিলেন ৩০ রান খরচ করে। ৩৪ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম। ১টি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

জবাবে ৩৪.৪ ওভারে ৪ উইকেটে জয়ের জন্য ১৫৮ রান তুলে নেন শাকিবেরা। অন্যদিকে, ওয়ানডে ক্রিকেটে টানা ১৩টি ম্যাচে হারের লজ্জার নজির গড়ল আফগানরা। এশিয়া কাপে সব কটা ম্যাচে হেরেছিলেন আফগনারা। তার আগে পাকিস্তান সফরে গিয়েও সব কটা ম্যাচে হেরে এসেছিলেন আফগানরা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ মঙ্গলবার, ১০ অক্টোবর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে, চেন্নাইয়ে। আফগানরা ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে নামবেন বুধবার দিল্লিতে, ভারতের বিরুদ্ধে।

আরও পড়ুন: Asian Games 2023: হকির হাত ধরে দেশে এল ২২তম সোনা, সঙ্গে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest