Euro 2020: স্পেন ম্যাচের আগে ক্রোয়েশিয়া শিবিরে দুঃসংবাদ, করোনায় আক্রান্ত পেরিসিচ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

স্পেনের বিরুদ্ধে ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলতে নামার আগেই দুঃসংবাদ ক্রোয়েশিয়া শিবিরে। করোনায় আক্রান্ত হলেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান পেরিসিচ। শনিবার ইন্টার মিলানের উইঙ্গারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আগামী ১০ দিন টিম হোটেলে নিজের ঘরেই নিভৃতবাসে থাকতে হবে ইভান পেরিসিচকে। স্পেনের বিরুদ্ধে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি দলে থাকতে পারবেন না। দলের অন্যতম সেরা তারকাকে ছাড়াই প্রি কোয়ার্টার ফাইনালে নামতে হবে বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়াকে।

ক্রোয়েশিয়ার ফুটবল অ্যাশোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, ‘শনিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো করোনা পরীক্ষার ফল আসে। সেখানে পেরিসিচের ফল পজিটিভ পাওয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। চিকিৎসকরা সব রকম ব্যবস্থা নিয়েছেন। কোনও ভাবেই যাতে দলের বাকিদের মধ্যে সংক্রমণ না ছড়িয়ে পড়ে সেই দিকেও নজর রাখা হচ্ছে। পেরিসিচকে আপাতত ১০ দিনের নিভৃতবাসে রাখা হবে। এই সময় সে কোনও ভাবেই ক্রোয়েশিয়ার জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন না। দলের বাকি সকল সদস্যের রিপোর্ট নেগেটিভ এসেছে।’

আরও পড়ুন: WTC Final Live: চায়ের বিরতিতে অল-আউট নিউজিল্যান্ড, আগুনে Mohammed Shami

৩২ বছরের এই মিডফিল্ডারকে না পেলে ক্রোয়েশিয়া দলের বড় ক্ষতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতাত দেশের হয়ে ১০০টি ম্যাচ খেলে ফেলেছন তিনি। ক্রোয়েশিয়াকে ২০১৮ বিশ্বকাপ ফাইনালে তোলার পিছনে বড় ভূমিকা পালন করেছিলেন পেরিসিচ। আপাতত ১০ দিনের জন্য নিভৃতবাসে থাকবেন পেরিসিচ। ফলে স্পেনের বিরুদ্ধে তিনি নেই। পরের পর্বে উঠলে সেই ম্যাচেও তাঁকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তুলতে অন্যতম প্রধান ভূমিকা ছিল পেরিসিচের। ইউরো কাপেও ছন্দেই ছিলেন তিনি। গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে একটি গোলও করেছিলেন পেরিসিচ।

আরও পড়ুন: EURO 2020: মুসলিম খেলোযাড়দের ধর্মীয় বিশ্বাসকে সম্মান, সাংবাদিক বৈঠকে বিয়ার রাখবে না উয়েফা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest