অনন্য নজির হিটম্যানের! টানা ৮ বছর ওয়ান ডে-তে ভারতের হয়ে সর্বোচ্চ রান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চোটের কারণে করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সফর যেতে পারেননি রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু তা সত্ত্বেও আরও একবার ওয়ানডে-তে অনন্য রেকর্ডের মালিক তিনি। কেন তাঁকে ভারতীয় দলের হিটম্যান বলা হয়, তা আরও একবার প্রমাণ করে দিলেন। এই নিয়ে টানা আট বছর ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানপ্রাপক হিসেবে বছর শেষ করলেন তিনি।

আরও পড়ুন: অ্যাম্বুলেন্স দেরিতে আসাতেই মৃত্যু মারাদোনার! পুলিসের সঙ্গে খন্ডযুদ্ধ ফ্যানদের, বাবা-মায়ের পাশেই সমাধিস্থ দিয়েগো

  • ২০২০ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৯ রান করেছিলেন রোহিত শর্মা। যা এই বছরে কোনও ভারতীয় ব্যাটসম্যানের ৫০ ওভারের ক্রিকেটে সর্বাধিক স্কোর।
  • ২০১৯ সালে রোহিত শর্মা একদিনের ক্রিকেটে করেছিলেন ১৫৯
  • ২০১৮ সালে ১৫২
  • ২০১৭ সালে অপরাজিত ২০৮
  • ২০১৬ সালে ১৭১ নট আউট
  • ২০১৫ সালে ১৫০
  • ২০১৪ সালে ২৬৪
  • ২০১৩ সালে রোহিত শর্মা একদিনের ক্রিকেটে করেছিলেন ২০৯রান।

চলতি বছর আরও একবার আইপিএলে (IPL 2020) মুম্বইকে চ্যাম্পিয়ন করেন রোহিত। তবে তারপরই চোটের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি চলে যান সম্পূর্ণ ফিট হতে। প্রথম তিনটি ফর্ম্যাট থেকেই বাদ দেওয়া হয়েছিল রোহিতকে। তবে পরে টেস্ট দলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় তাঁকে। সব ঠিকঠাক থাকলে দুটি টেস্টে খেলবেন তিনি। অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়ার (Team India) খারাপ পারফরম্যান্স দেখে অনেকেই রোহিত শর্মার অভাব অনুভব করেছেন। প্রাক্তন তারকা গৌতম গম্ভীর তো এর জন্য রবি শাস্ত্রীকে দোষারোপ করতেো ছাড়েননি। তাঁর মতে, বিরাটকে রোহিতের চোটের বিষয়টি শাস্ত্রীই বিস্তারিত জানাতে পারতেন। অধিনায়কের কোনও ধারণাই ছিল না। বিরাট নিজেই সে কথা জানিয়েছিলেন। সবটা জানলে হয়তো পরিস্থিতি সামাল দেওয়া যেত। এভাবে মুখ থুবড়ে পড়তে হত না অজিদের সামনে।

আরও পড়ুন: নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল টিম ইন্ডিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest