Rohit or Rahul - who will replace Kohli as India's next Test captain?

কোহলির সরতেই টেস্ট নেতা হওয়ার দৌড়ে এই দুই তারকা ক্রিকেটার! কী সিদ্ধান্ত নেবে BCCI

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিরাট কোহলি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর এখন একটাই প্রশ্ন, কে হবেন ভারতের পরবর্তী টেস্ট নেতা? এর উত্তর খুঁজতে কাঠখড় পোড়াতে হবে না। রোহিত শর্মাই হতে চলেছেন ভারতের টেস্ট নেতা। সাদা বলের ক্রিকেটে তাঁকেই অধিনায়ক করা হয়েছে। ভারতীয় ক্রিকেট কখনওই একাধিক অধিনায়ক তত্ত্বে বিশ্বাসী নয়। সেই অঙ্কের ভিত্তিতেই বলা যায় রোহিতের অধিনায়ক হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এক বা দু’দিনের মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে।

ক্ষেত্রে টেস্টে ভারতের ৩৫তম অধিনায়ক হতে চলেছেন রোহিত। দীর্ঘ ২২ বছর পরে কোনও এক মুম্বইকরের হাতে যেতে চলেছে ভারতীয় ক্রিকেটের দায়িত্ব। যে মুম্বইকে ভারতীয় ক্রিকেটের মক্কা বলা হয়, সেখান থেকে অধিনায়ক পেতে ২২ বছর অপেক্ষা করতে হল দেশকে। অস্থায়ী অধিনায়ক হিসেবে অজিঙ্ক রাহানে ছ’টি টেস্টে অধিনায়কত্ব করা বাদ দিলে সচিন তেন্ডুলকরের পর এই প্রথম মুম্বইয়ের কেউ ভারতীয় ক্রিকেটের দায়িত্বে আসতে চলেছেন।

আরও পড়ুন: Novak Djokovic: জকোভিচের ভিসা মামলার মাঝেই স্ক্রিনে পর্ন! ভিডিয়ো সম্প্রচার ঘিরে বিতর্ক

তবে বোর্ড যদি তিন ফরম্যাটে একজনের ওপর দায়িত্ব ছাড়তে অনিচ্ছুক হয়, সেক্ষেত্রে কেএল রাহুলকে টেস্ট অধিনায়ক রেখে এগোতে পারে টিম ইন্ডিয়া। টাইমস নাও-কে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “রোহিত শর্মা টেস্ট অধিনায়ক হিসেবে ফ্রন্টরানার। তবে নির্বাচকরা এই বিষয়ে নতুন করে আলোচনা করতে চাইছেন।

অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন কেএল রাহুল-ও। নিয়ম অনুযায়ী, ভাইস ক্যাপ্টেনই ক্যাপ্টেন হন। তবে সেক্ষেত্রে নির্বাচকদের যুক্তি হতে পারে, তিন ফরম্যাটে একজনকেই অধিনায়ক বাছা হলে তাঁর ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। সেক্ষেত্রে টেস্টে পৃথক ক্যাপ্টেন বেছে নেওয়া হতে পারে।”

আরও পড়ুন: Virat Kohli: অসততা করতে পারব না, বিবৃতি দিয়ে এ বার টেস্ট ক্যাপ্টেন্সিও ছেড়ে দিলেন বিরাট

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest