Tokyo olympics: india beat argentina in mens hockey

Tokyo 2020: শেষ মুহূর্তে জয় ভারতের, আর্জেন্তিনাকে হারিয়ে অলিম্পিক্স হকির শেষ আটে মনপ্রীতরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

Tokyo Olympics 2020-র আসরে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। Rio Olympics-এ সোনাজয়ী আর্জেন্টিনাকে ৩-১ গোলে উড়িয়ে দিলেন মনপ্রীত সিংরা। ভারতের হয়ে গোল করেন বরুণ কুমার, বিবেক প্রসাদ এবং হরমনপ্রীত সিং।

ম্যাচের প্রথম দু’টি কোয়ার্টারে দু’দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। হাফ-টাইমে ম্যাচের স্কোর-লাইন ছিল ০-০। তৃতীয় কোয়ার্টারে আর্জেন্তিনার ডিফেন্স ভাঙতে সক্ষম হয় ভারত। ৪৩ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করে ভারতকে ১-০ এগিয়ে দেন বরুণ কুমার।

আরও পড়ুন: Tokyo 2020: শুট-অফে প্রাক্তন অলিম্পিক্স চ্যাম্পিয়নকে হারিয়ে প্রি-কোয়ার্টারে অতনু

শেষ কোয়ার্টারের শুরুতেই আর্জেন্তিনা ম্যাচে ১-১ গোলে সমতা ফেরায়। ৪৮ মিনিটের মাথায় গোল করেন ক্যাসেলা। একেবারে শেষ মুহূর্তে ভারত আরও দু’টি গোল করে নিজেদের জয় নিশ্চিত করে। ৫৮ মিনিটে বিবেক প্রসাদ আর্জেন্তিনার গোলরক্ষককে পরাস্ত করে ভারতকে ২-১ গোলে এগিয়ে দেন। ৫৯ মিনিটের মাথায় পেনাল্টি কর্ণার থেকে গোল করে ম্যাচের চূড়ান্ত স্কোর-লাইন ৩-১ করেন হরমনপ্রীত সিং।

ভারত পুল-এ’র চার ম্যাচে এই নিয়ে তিনটিতে জয় তুলে নেয়। একটি ম্যাচ হেরেছে তারা। ৪ ম্যাচে ভারতের সংগ্রহ ৯ পয়েন্ট। স্পেন, নিউজিল্যান্ড ও আর্জেন্তিনা, তিন দলেরই সংগ্রহ ৪ ম্যাচে ৪ পয়েন্ট করে। সুতরাং গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচের ফলাফল যাই হোক না কেন, দ্বিতীয় স্থানে থাকা ভারতকে ছোঁয়া সম্ভব হবে না তাদের কারও পক্ষে। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে পুল-এ’র এক নম্বরে। ভারত লিগের শেষ ম্যাচে মাঠে নামবে জাপানের বিরুদ্ধে।

আরও পড়ুন: Tokyo Olympics: অবশেষে ‘অ্যান্টি সেক্স’ খাট ভাঙতে সমর্থ হলেন ইজরায়েলের বেসবলার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest