Tokyo Paralympics: Manish Narwal Wins Gold, Silver For Singhraj Adhana In 50m Mixed Pistol (SH1)

শুটিংয়ে সোনা জয় মণীশ নরওয়ালের, রুপো ঘরে তুললেন সিংহরাজ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অতীত রেকর্ড ভেঙে টোকিও অলিম্পিক (Tokyo Olympics 2020) থেকেই সবচেয়ে বেশি পদক এসেছিল ঘরে। তবে প্যারালিম্পিকে যেন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ভারত। তিরন্দাজি থেকে শুটিং, সব ক্ষেত্রেই তৈরি হচ্ছে নয়া ইতিহাস। আর সেই সঙ্গে বেড়েই চলেছে পদকের সংখ্যা। শনিবারও তা ব্যতিক্রম হল না। এদিন শুরুতেই ফের শুটিংয়ে এল সোনা এবং রুপো। ফাইনাল জিতে দেশকে স্বর্ণপদক এনে দিলেন মণীশ নরওয়াল। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পেলেন সিংহরাজ অধানা।

হরিয়ানার শ্যুটার মনীশ প্রথম দুটি শটে ব্যর্থ হওয়ার পরই তৃতীয় শট থেকে কামব্যাক করেন। পঞ্চম শটের পরেই উঠে আসেন তৃতীয় স্থানে। তখন থেকেই ভারত আরও একটি পদকের স্বপ্ন দেখতে শুরু করে। ১২নম্বর শটের পর ফের নেমে আসেন পঞ্চম স্থানে। ক্রমতালিকায় তখন সাপ লুডোর মত ওঠা নামা শুরু।

ফের ১৫ নম্বর শটের পর তৃতীয় স্থানে উঠে আসেন মনীশ। ১৬ নম্বর শটের পর মনীশের সঙ্গে প্রথম তিনে জায়গা করে নেন সিংহরাজও। ভারত জোড়া পদকের স্বপ্ন দেখতে শুরু করে। এরপরেই শুরু রুদ্ধশ্বাস লড়াই। ২০ নম্বর শটের পর ভারতের জোড়া পদক নিশ্চিত হয়ে যায় দুই চিনা শ্যুটার ছিটকে যাওয়ায়। ৭.৫ স্কোর করে ছিটকে যান দুই চিনা শ্যুটার। ভারতের তখন পদক জয় ছিল স্রেফ সময়ের অপেক্ষা। একেবারে শেষ শটে ভারতের সোনা নিশ্চিত করেন টিনএজার মনীশ নারওয়াল। আর রুপো নিশ্চিত করে ফেললেন সিংহরাজ আধানা।

দুই ভারতীয় অ্যাথলিটকেই পদক জয়ের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ১৯ বছরের মণীশ ও সিংহরাজের হাত ধরে চলতি প্যারালিম্পিকে ১৪ এবং ১৫ তম পদকটি এল ভারতের ঘরে। যা ইতিহাস।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest