WB election 2021: আগামীকাল রাজ্যে প্রথম দফার নির্বাচন, এই ৮ আসনে জমজমাট লড়াই

তিরিশ আসনের মধ্যে আটটি আসন এমন রয়েছে, যেগুলির দিকে বাড়তি নজর রাখতেই হচ্ছে৷ কারণ হয় সেখানে রয়েছেন তারকা প্রার্থী নয়তো এই আসনগুলির রাজনৈতিক সমীকরণই আলাদা কৌতূহল তৈরি করেছে মানুষের মধ্যে৷
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাজ্যে প্রথম দফার নির্বাচন ঘিরে প্রস্তুতি তুঙ্গে। শুক্রবার রাত পোহালেই ভাগ্য নির্ধারিত হবে ৫ জেলার ৩০ কেন্দ্রের প্রার্থীদের। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া থাকবে কড়া নিরাপত্তায় মোড়া। প্রথম দফার নির্বাচনে রাজ্যে বুথে বুথে মোতায়েন করা হয়েছে ৬৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে রাজ্যে ৮০০ কোম্পানি বাহিনী পৌঁছে গিয়েছে। তার মধ্যে ৬৫৯ কোম্পানি শনিবারের নির্বাচনে সুরক্ষার কাজে মোতায়েন থাকবে। জেলার নির্বাচন পরিচালনা কেন্দ্রগুলিতেও শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি ধরা পড়েছে।

শনিবার রাজ্যের ৫ জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার মোট ৩০টি আসনে ভোট গ্রহণ করা হবে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরাতে ভোট হবে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর কেন্দ্রে নির্বাচন হবে এই দফায়।

ঝাড়গ্রামের বিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম কেন্দ্রেও ভোট হবে শনিবার। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি, বলরামপুর, বান্দোয়ান, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা ও রঘুনাথপুর কেন্দ্র এবং বাঁকুড়ার রাইপুর, রানিবাঁধ, ছাতনা ও শালতোড়া কেন্দ্রেও ভোট হবে প্রথম দফাতেই। ইতিমধ্যে বিভিন্ন নির্বাচন পরিচালনা কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। রাজ্য পুলিশও সমান নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এই দফার ভোটে মোট ১২ হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: শাহের সভাতে বেজে উঠল তৃণমূলের থিম সং ‘খেলা হবে’, অস্বস্তিতে পদ্ম শিবির

তিরিশ আসনের মধ্যে আটটি আসন এমন রয়েছে, যেগুলির দিকে বাড়তি নজর রাখতেই হচ্ছে৷ কারণ হয় সেখানে রয়েছেন তারকা প্রার্থী নয়তো এই আসনগুলির রাজনৈতিক সমীকরণই আলাদা কৌতূহল তৈরি করেছে মানুষের মধ্যে৷

কাঁথি উত্তর এবং কাঁথি দক্ষিণ– তারকা প্রার্থী কেউ না থাকলেও প্রথমে শুভেন্দু অধিকারী এবং দিনকয়েক আগে শিশির অধিকারীর বিজেপি-তে যোগদানের পর গোটা পূর্ব মেদিনীপুরের ফলাফল নিয়ে এ রাজ্য তো বটেই, গোটা দেশের রাজনৈতিক মহলেই আলাদা আগ্রহ সৃষ্টি হয়েছে৷ নিজেদের গড় কাঁথির দুই কেন্দ্র শাসক দল তৃণমূলের থেকে ছিনিয়ে নেওয়াও অধিকারী পরিবারের বড় পরীক্ষা৷ লোকসভা ভোটের ফল অনুযায়ী অবশ্য দুই কেন্দ্রেই এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস৷

রামনগর– শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগদানের পর জেলায় তৃণমূলের সংগঠনকে ধরে রাখতে অখিল গিরির উপরেই বড় ভরসা করছে দল৷ সেই অখিল গিরিই রামনগরে তৃণমূলের প্রার্থী৷ বরাবরই অখিল গিরির সঙ্গে অধিকারী পরিবারের সম্পর্কে তিক্ততা রয়েছে৷ তাই এই আসনে বিজেপি-কে শুভেন্দু জেতাতে পারেন, নাকি নিজের গড়ে অখিল গিরি শেষ হাসি হাসবেন, তাও ঠিক হবে শনিবার৷ লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে কিছুটা হলেও এগিয়ে ছিল তৃণমূল৷

মেদিনীপুর– এই কেন্দ্র থেকে এবার জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস৷ জুন মালিয়া প্রার্থী হওয়ায় এই কেন্দ্রটিকে ঘিরে আমজনতার আগ্রহ আরও বেড়ে গিয়েছে৷ লোকসভা নির্বাচনের ফল অবশ্য বলছে, এই কেন্দ্র থেকে ১৬ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিল বিজেপি৷ ফলে কাজটা কঠিন জুনের৷

শালবনি– বরাবর গড়বেতা থেকে লড়লেও এবার শালবনি কেন্দ্র থেকে লড়ছেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শালবনি কেন্দ্রের দু’ বারের বিধায়ক শ্রীকান্ত মাহাতো৷ তবে লোকসভা নির্বাচনের নিরিখে জঙ্গলমহলের এই আসনেও দু’ নম্বরে উঠে এসেছিল বিজেপি৷ তবে এগিয়ে ছিল তৃণমূলই৷

ঝাড়গ্রাম– এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী সাঁওতালি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিরবাহা হাঁসদা৷ এর আগে ঝাড়খণ্ডে নির্বাচনে লড়লেও জয়ের মুখ দেখেননি বিরবাহা৷ ঝাড়গ্রামে তাঁর শিঁকে ছেঁড়ে কি না, তা জানা যাবে ২ মে৷ বিজেপি এবং শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি ঝাঁড়গ্রামেও অবশ্য কঠিন পরীক্ষা বিরবাহার৷ লোকসভা ভোটের ফল অবশ্য বলছে, এই কেন্দ্রেও সামান্য হলে এগিয়ে বিজেপি৷

বলরামপুর– পুরুলিয়ার বলরামপুর কেন্দ্র থেকে এবারও লড়ছেন রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো৷ তবে এবারে কাজটা যথেষ্ট কঠিন প্রবীণ এই মন্ত্রীর৷ কারণ লোকসভা ভোটের ফল অনুযায়ী, বলরামপুর কেন্দ্র থেকে ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিল বিজেপি৷

জয়পুর– মনোনয়ন পত্রে ভুল থাকায় এই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর মনোয়নই বাতিল হয়ে যায়৷ সেই কারণেই চর্চায় চলে আসে পুরুলিয়ার জয়পুর কেন্দ্রটি৷ এই কেন্দ্রে নির্দল প্রার্থী দিব্যজ্যোতি সিং দেও-কে সমর্থন করছে তৃণমূল৷ এই কেন্দ্রটিতেও লোকসভা নির্বাচনে ৩১ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিল বিজেপি৷

আরও পড়ুন: ‘আগে গ্যাসের দাম কমান’, ভোট চাইতে গিয়ে বিড়ম্বনায় বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায়

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest