কি বিপত্তি ! মেথি ভেবে রান্নায় গাঁজার ফোড়ন, খেয়ে অসুস্থ ইউপির এক পরিবারের ৬

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: এ যে আজব কাণ্ড! মেথি মনে করে গাঁজা রান্না! উত্তরপ্রদেশের কনৌজের মিয়াগঞ্জ জেলার একটি পরিবার তেমনটাই করেছে । গাঁজা খাওয়ার পর সেই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করতে হয়। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়। এরপর গোটা ঘটনা প্রকাশ্যে আসে।

আরও পড়ুন : তামিল নাডুতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণ, নিহত অন্তত ২, গুরুতর আহত ১৭

গত শনিবার নীতীশ নামে এক ব্যক্তিকে মেথি বলে বিক্রি করেন স্থানীয় এক সবজি বিক্রেতা। কেনার সময় সেটি মেথি না গাঁজা, তা বুঝতে পারেননি নীতীশ। তিনি বাড়ি ফিরে বৌদি পিঙ্কির হাতে প্যাকেটটি তুলে দেন। বিকেল চারটে নাগাদ সেই গাঁজা রান্না করেন পিঙ্কি।

বিকেল পাঁচটা নাগাদ পরিবারের ৬ জন সদস্য সেটি খান। কিছুক্ষণ পরেই তাঁদের শরীর খারাপ লাগতে থাকে। তাঁরা প্রতিবেশীদের খবর দেন। তবে চিকিৎসক আসার আগেই তাঁরা অজ্ঞান হয়ে যান।

পুলিশকর্মীরা এই ঘটনার তদন্ত শুরু করার পর একটি কড়াইয়ে ‘গাঁজা সবজি’ দেখতে পান। এছাড়া প্যাকেটে রান্না না করা গাঁজাও খুঁজে পান তদন্তকারীরা। তাঁরা ওই সবজি বিক্রেতাকে আটক করেন। জেরার মুখে তিনি জানান, মজার ছলেই মেথির বদলে গাঁজা দেন। কিন্তু তদন্তকারীরা এই সাফাইয়ে সন্তুষ্ট হননি। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

অনেকে এই ঘটনা জানার পর বলেছেন, যোগিরাজ্যে রসিকতা এমনটাই হওয়া উচিত। ওখানে তো পুলিশ রসিকতা করে এনকাউন্টার করে ! আবার বন্দুকে গুলি না থাকেল মুখে ঠাঁই ঠাঁই আওয়াজ করেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন বানর সঙ্গে নিয়ে ! তাই সেখানে মেথি বলে রসিকতা করে দোকানদারের গাঁজা দেবার কী হক নেই ?

আরও পড়ুন : করোনা থেকে সুস্থ হওয়া পর কাওয়াসাকি ডিজিজে বহু শিশু !

Gmail 5
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest