Adani Issue: what mahua moitra has said about her deleting tweet

Adani Issue: আদানিকে নিয়ে পুরনো টুইট মুছে ফেলেছেন মহুয়া? কী জানালেন তৃণমূল সাংসদ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দিন ধরে ধরে টুইট তুলে ধরেছেন প্রাক্তন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। সবকটা টুইটই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। আর সেলিমের তুলে ধরা সেই সব টুইটে শিল্পপতি গৌতম আদানিকে তুলোধোনা করেছিলেন মহুয়া মৈত্র। তবে বৃহস্পতিবার সেই আদানিই দেখা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা করে কার্যত উচ্ছসিত আদানি। পাশাপাশি বাংলায় বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেছেন তিনি। তার সঙ্গেই মুখ্যমন্ত্রী আয়োজিত বিশ্ব বাণিজ্য সম্মেলনে অংশ নিতে তিনি যে উন্মুখ হয়ে আছেন সেকথাও জানিয়েছেন আদানি। আর এখানেই মহুয়া মৈত্রকে নিশানা করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

মহুয়া মৈত্রের আগের করা দশটি টুইট তুলে ধরে সেলিম লিখেছেন, এই টুইটগুলি মুছে দেওয়া এখন সময়ের অপেক্ষা। এবার দেখা যাক কী রয়েছে মহুয়ার সেই টুইটে।

আরও পড়ুন: ২৩ লক্ষ টাকা দিয়েও মেলেনি টিকিট! আত্মহত্যার হুমকি দিয়ে রাজ্য নেতৃত্বকে চিঠি বিজেপি নেতার

খোঁচা মেরে নেটিজেনরা বলেন, তৃণমূলের সঙ্গে আদানির নয়া সমীকরণের ইঙ্গিত পেয়েই পাল্টি খেয়েছেন মহুয়া৷ এরপরেই শুক্রবার সকাল থেকে টুইট ডিলিট প্রশ্নে জেরবার কৃষ্ণনগরের সাংসদ৷ ঘন ঘন মোবাইলের এসএমএস টোন বেজেই চলে তাঁর৷ বিরক্ত মহুয়া শেষ পর্যন্ত টুইটারেই সবার কৌতূহল দূর করেন৷ তৃণমূল সাংসদ লেখেন, ‘আমি কোনও টুইট ডিলিট করিনি’৷

গোটা সকাল চুপ থাকার পর দুপুরে বিষয়টি নিয়ে মুখ খোলেন তৃণমূল সাংসদ৷ টুইটে মহুয়া লেখেন, টাইমস অব ইন্ডিয়া থেকে আমাকে ফোন করেছিল৷ জানতে চেয়েছিল আমি কোনও টুইট ডিলিট করেছি কিনা৷ না আমি কিছু ডিলিট করিনি৷ কয়েকজন এর পরেও সংশয় প্রকাশ করে৷ তাঁদের মহুয়া বলেন তাঁর পুরনো টুইটারগুলি চেক করে নিতে৷ তাহলেই বুঝতে পারবে কোনও টুইটই ডিলিট হয়নি৷ এক নেটিজেনের প্রশ্ন, এর পরেও কি আপনি আদানিকে নিয়ে এমন টুইট করবেন? জবাবে মহুয়া লেখেন, সেটা জানার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে৷

আরও পড়ুন: Cyclone Jawad: ধেয়ে আসছে জাওয়াদ, খোলা হল দিন-রাতের কন্ট্রোল রূম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest