I don't Know whether I am your father or not, Charles said to Harry

Prince Harry : ‘কে জানে আমি সত্যিই তোমার বাবা কিনা’, হ্যারিকে বলেছিলেন রাজা চার্লস!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাজকুমার হ্যারির (Prince Harry) আত্মজীবনী ‘স্পেয়ার’ এখনও মুক্তি পায়নি ব্রিটেনে (UK)। কিন্তু বৃহস্পতিবারই তা প্রকাশ পেয়ে গিয়েছে স্পেনে। সেই থেকে এই বই নিয়ে চর্চা চলছেই।  তাঁর বাবা কিং চার্লসের (King Charles) এক ‘বদ রসিকতা’র উল্লেখ করেছেন হ্যারি। চার্লস নাকি রাজকুমারকে ঠাট্টা করে বলেছিলেন, ”কে বলতে পারে আমি তোমার সত্য়িকারের বাবা কিনা।”

হ্যারির দাবি, সেই সময় একটা গুঞ্জন ক্রমেই বাড়ছিল যে তিনি নাকি লেডি ডায়না (Lady Diana) ও মেজর হিউইটের সন্তান! এহেন গুজব রটছিল বলেই মেজাজ হারিয়েছিলেন চার্লস। রসিকতার সুরে বলেছিলেন, ”কে জানে আমি আদৌ তোমার বাবা কিনা? প্রিয় পুত্র, হয়তো তোমার বাবা ব্রডমুকে রয়েছে।” এহেন রসিকতাকে ‘বদ রসিকতা’ বলেই ব্যক্ত করেছেন তিনি।

গার্ডিয়ানের সূত্রে জানা গিয়েছে, দাদা উইলিয়ামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন হ্যারি। তিনি বলেন, “রান্নাঘরে আমরা দুই ভাই কথা বলছিলাম। সেই সময়েই আমার স্ত্রী মেগানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে উইলিয়াম।”একটি ফ্যান্সি ড্রেস অনুষ্ঠানে নাকি হ্যারিকে(Prince Harry) নাজিদের পোশাক পরতে বলেছিলেন উইলিয়াম(William) ও কেট(Kate)।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest