This police officer is the candidate against Yogi Adityanath who lost his job

চাকরি খুইয়ে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন এই পুলিশ অফিসার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২০২২ এ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে যোগী আদিত্যনাথকে সামনে রেখে লড়বে বলে জানিয়ে দিয়েছে বিজেপি। বিরোধীরা যোগীর বিরুদ্ধে জোট বাঁধবে কিনা, সে ব্যাপারে কোনও ইঙ্গিতই  পাওয়া যাচ্ছে না। কিন্তু তার মধ্যেই এক প্রাক্তন শীর্ষ পুলিশকর্তা ঘোষণা করে দিলেন, তিনি যোগীর বিরুদ্ধে ভোটে প্রার্থী হচ্ছেন। তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের প্রাক্তন  আইপিএস অফিসার অমিতাভ ঠাকুর,যাঁকে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই অবসর নিতে হয়েছে।

আসছে ইউপি ভোট। গোটা ভারতের নজর রয়েছে সেইদিকে। উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রার্থী হবেন প্রাক্তন পুলিশ অফিসার৷ যিনি কয়েক বছর আগে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার অমিতাভ ঠাকুর৷

আরও পড়ুন : গরিবরাই কেন্দ্রের অগ্রাধিকার, দাবি মোদীর ,অথচ দেশে গরিবের সংখ্যাই জানে না কেন্দ্র!

তাঁর স্ত্রী নূতন বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর আদর্শ রক্ষার জন্য ভোটে লড়বেন৷উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রার্থী হবেন প্রাক্তন পুলিশ অফিসার৷ যিনি কয়েক বছর আগে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন৷ তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার অমিতাভ ঠাকুর৷ তাঁর স্ত্রী নূতন বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর আদর্শ রক্ষার জন্য ভোটে লড়বেন৷

অমিতাভের স্ত্রীর অভিযোগ, আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকাকালীন অনেক অগণতান্ত্রিক, অনৈতিক, দমনকারী, হয়রানি এবং বৈষম্যমূলক পদক্ষেপ নিয়েছিলেন।” তাই, অমিতাভ আদিত্যনাথের বিরুদ্ধে যে কোনও জায়গা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।” অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই লড়াই করবে অমিতাভ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গৃহীত সিদ্ধান্তে অমিতাভ “জনস্বার্থে” ২৩ শে মার্চ বাধ্যতামূলক অবসর নিয়েছিলেন৷ অথচ, তাঁর চাকরী জীবন ২০২৮ সালে শেষ হওয়ার কথা ছিল৷ ২০১৫ সালে ১৩ জুলাই তাঁক বরখাস্ত করা হয়৷ এরপর তিনি ২০১৭ সালে অমিতাভ কেন্দ্রের কাছে তাঁর ক্যাডার পরিবর্তনের আবেদন জানিয়েছিলেন৷ কিন্তু, তা কার্যকর হয়নি৷ এই ঘটনায় তদন্ত কমিটিও বসানো হয়েছিল৷ সেই কমিটিও তাঁর বরখাস্তের আদেশে স্থগিতাদেশ দেয়নি৷

আরও পড়ুন : তৃতীয় ফ্রন্টের পুরনো গপ্পো নয়, কংগ্রেসকে সঙ্গে নিয়েই বিজেপি বিরোধী জোট চায় তৃণমূল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest