আগেই হাইজ্যাক হয়েছে প্যাটেল, বাঙালি আবেগে সুড়সুড়ি দিয়ে এবার বিধান রায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: বাংলা দখলে মরিয়া বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করছে তারা। তাই গোবলয়ের পাইরেটেড ভার্সন না থেকে পুরোদস্তুর বাঙালির দল হতে চাইছে গেরুয়া শিবির। নির্বাচনের আগে রাজ্যে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে এবার আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার ডা. বিধানচন্দ্র রায়কে (Bidhan Chandra Roy) হাতিয়ার করল বঙ্গ বিজেপি (BJP West Bengal)।

আরও পড়ুন : উলটো রথে ইসকন মন্দিরে নুসরত, টানলেন দড়ি, করলেন আরতি

বুধবার, ১ জুলাই স্বাধীনতার পর বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বিধান রায়ের জন্ম ও মৃত্যুদিন পালনের অনুষ্ঠান করে নজর কাড়ল বিজেপি। যা এতদিন এ রাজ্যে প্রদেশ কংগ্রেসের একচ্ছত্র অধিকার ছিল, তাই এবার রীতিমতো ‘হাইজ্যাক’ করে নিল বঙ্গ বিজেপি।

এদিন মহা আড়ম্বরে বিজেপি কর্মীরা পালন করেন বিধান রায়ের জন্ম ও মৃত্যুদিন। মঙ্গলবারই দলীয় কর্মীদের এই দিন পালনের নির্দেশ দেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি জানিয়েছে, ‘বাংলার সব মনীষীদের আমরা সম্মান জানাই। শ্যামাপ্রসাদ মুখার্জি যখন বিধানসভায় বাংলাকে হিন্দুপ্রধান এলাকা করার প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাবকে সমর্থন জানিয়েছিলেন বিধানচন্দ্র রায়। তিনি বাংলার রূপকার এটা প্রমাণ করেছেন। এছাড়া সবচেয়ে বড় বিষয় হল শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু নিয়ে তদন্ত বিধান রায় চেয়েছিলেন। বিধানচন্দ্র রায় সত্যের পক্ষে ছিলেন।’

রাজনৈতিক মতবিরোধ থাকলেও বিধান রায়ের উন্নয়ন মডেল নিয়ে কোনওদিন প্রশ্ন ওঠেনি। এবার সেই আবেগকে কাজে লাগিয়েই এবার ভোট বৈতরণী পার করতে চাইছে গেরুয়া শিবির।

আশুতোষ মুখোপাধ্যায় ও তাঁর ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে বিধান রায়ের ঘনিষ্ঠতা সর্বজনবিদিত। তা নিয়ে প্রচারের রূপরেখা তৈরি করার পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির। তাই বিধানচন্দ্র রায় বিজেপির জন্য শুধু বাংলার বিকাশ পুরুষই নন, একুশের লক্ষ্যে বড়সড় নির্বাচনী হাতিয়ারও বটে।

আরও পড়ুন : খুলল কালীঘাট মন্দির, ফুল, মালা, মিষ্টি নিষিদ্ধ এখনও

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest