BREAKING: প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: অভিনেতা সন্তু মুখোপাধ্যায় মারা গেলেন। বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন সন্তু। তাঁর মৃত্যুতে টালিগঞ্জের শিল্পীমহলে শোকের ছায়া নেমে এসেছে।

তীব্র শ্বাসকষ্টের জেরে ৪ ফেব্রুয়ারি রাত ১১টা নাগাদ ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়, তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কমে গিয়েছিল। পটাশিয়ামের মাত্রাও অনেকটা পড়ে যায়। সঙ্গে শ্বাসকষ্ট তো ছিলই। এছাড়াও দীর্ঘদিন ধরে হাইপারটেনশন ও ব্লাড সুগারের রোগী ৬৮ বছরের অভিনেতা।

আরও পড়ুন: এই প্রথম বাংলাদেশের সিনেমায় দেব, শুটিং শুরুর দিনই সামনে এল ‘কমান্ডো’ লুক

images?q=tbn%3AANd9GcT i86nO5NL7ptFb 5FOAdlXgvdUqguO9EzL

তপন সিংহের ‘রাজা’ ছবি দিয়ে তাঁর বড়পর্দায় অভিনয়ের শুরু। এর পর একে একে তরুণ মজুমদার, হরনাথ চক্রবর্তী প্রমুখ পরিচালকের ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। হারমোনিয়াম, সংসার সীমান্তে, গণদেবতা,বৈকুণ্ঠের উইল, মান অভিমান, দেবদাস-সহ অজস্র ছবিতে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শককুল। অভিনয়ের পাশাপাশি চমৎকার গানও গাইতেন সন্তু।বিভিন্ন ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন। তাঁর অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে রয়েছে  প্রভৃতি।সন্তু মুখোপাধ্যায়ের দুই মেয়ে স্বস্তিকা ও অজপা। স্বস্তিকা নিজেও প্রতিষ্ঠিত ও জনপ্রিয় অভিনেত্রী। সন্তুর ভাই সুমন্ত মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত অভিনেতা।

এ দিন রাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

(আপনার আশপাশের পরিবর্তনের অংশ হতে চান? আমাদের খবর পাঠান ইমেল্ ও হোয়াটআপের মাধ্যমে)

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest