সুর সম্রাট! নাসিরুদ্দিন শায়ের জন্মদিনে সামনে এল ‘বন্দিশ ব্যান্ডিটস’- এর ট্রেলার, দেখুন…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গান ও নাটক একসঙ্গে। নাম ‘বন্দিশ ব্যান্ডিটস’। সোমবার অর্থাৎ আজ ছিল নাসিরুদ্দিন শাহ- এর জন্মদিন। আর এই দিনেই মুক্তি পেল আমাজন প্রাইমের নতুন ওয়েব সিরিজের ট্রেলার।

অমৃতপাল সিং বিন্দ্রা প্রযোজিত ও নির্মিত এবং আনন্দ তিওয়ারির পরিচালনায়, রোমান্টিক সংগীতবহুল নাটকে ঋত্বিক ভৌমিক ও শ্রেয়া চৌধুরী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নাসিরুদ্দিন শাহ, অতুল কুলকার্ণি, শিবা চাড্ডা, কুণাল রায় কাপুর এবং রাজেশ তৈলং। বন্দিশ ব্যান্ডিটস একটি অরিজিনাল সাউন্ডট্র্যাক, এবং এর মাধ্যমেই ডিজিটাল দুনিয়ায় আত্মপ্রকাশ করতে চলেছেন কিংবদন্তি সংগীতশিল্পী ত্রয়ী শঙ্কর-এহসান-লয়।

আরও পড়ুন: কোয়ারেন্টাইন নিয়ম ভেঙে লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন সোনম! ট্রোলারদের কড়া জবাব নায়িকার

bandishbandits 759

‘আমরা বিচিত্র এবং গভীরভাবে অনুরণিত গল্প বলতে আগ্রহী,” বলেছিলেন অপর্ণা পুরোহিত, ইন্ডিয়া অরিজিনালসের প্রধান, অ্যামাজন প্রাইম ভিডিও। ‘বন্দিশ ব্যান্ডিটস এক তরুণ যুগলের সাংগীতিক রোম্যান্স সম্পর্কে যারা এক বিপরীত বিশ্ব, ঐতিহ্য এবং সংগীত ঘরানার মিশ্রণে ধরা পড়ে। এই ধরনের ঘরানায় প্রাইম ভিডিওর প্রথম উপস্থাপন এবং এটিকে ভারত এবং বিশ্বের প্রাইম সদস্যদের কাছে আনতে পেরে আমরা রোমাঞ্চিত।’

‘বন্দিশ ব্যান্ডিটস দুটি ব্যক্তি এবং সংস্কৃতির মিলনের একটি গল্প যা বিভিন্ন দিক থেকে পৃথক, এবং তথাপি অন্যথায় অবিশ্বাস্যভাবে অনুরূপ,’ বলেন আনন্দ তিওয়ারি, বন্দিশ ব্যান্ডিটসের পরিচালক। ‘যদিও প্রতিটি চরিত্রের নিজস্ব অধিকারে একটি স্বতন্ত্র এবং আকর্ষণীয় গল্প রয়েছে, তবুও এই গল্পগুলি কীভাবে একত্রিত হয় যা এই সিরিজটিকে এত শক্তিশালী, রোমান্টিক এবং বাস্তব করে তোলে। সুরকার শঙ্কর-এহসান-লয়ের সংগীত প্রতিভার মাধ্যমে প্রাইম ভিডিওতে সুন্দর করে বলা রোম্যান্সের এই অবিশ্বাস্য কাহিনীটি আনতে পের আমি অত্যন্ত উচ্ছ্বসিত।’

দেখুন ট্রেলার-

আরও পড়ুন: স্বজনপোষণ বিতর্কে এ বার বিস্ফোরক গোবিন্দা, এড়িয়ে গেলেন মেয়ের অভিনয়ের প্রসঙ্গ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest