বিশ্ব সেরার তালিকায় স্থান পেল বাংলা সিনেমা ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’, প্রিমিয়ার রাশিয়ান টিভিতে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সত্যজিৎ দাস পরিচালিত ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’ ছবি এবার পা রাখল রাশিয়ায়। তারকভস্কি, আইজেনস্টাইনদের দেশের একটি টিভি চ্যানেলে দেখানো হচ্ছে বিশ্বের সেরা কিছু সিনেমা। সেখানেই জায়গা করে নিয়েছে ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’।

রাশিয়ায় আসার আগে সত্যজিতের এই ছবি আফ্রিকা-জয় করে এসেছিল। আফ্রিকান একটি টিভি চ্যানেলের প্রিমিয়ারে এই ছবি প্রভূত প্রশংসা কুড়োয়। ক্রিটিক্স চয়েস আওয়ার্ডও জিতে নেয় এই ছবি। গত বছর ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল এই ছবি। তারপর টানা পাঁচ সপ্তাহ থিয়েটারে এই সিনেমা চলে।

পেন্টিংস ইন দ্য ডার্ক সিনেমা টি বাংলা সিনেমার ইতিহাসে একটি বিরল কনটেন্টের উপর নির্মিত । একজন অন্ধ বালকের চিত্রকর হয়ে ওঠার এই গল্প এই সিনেমার চিত্রনাট্যের মূল ভিত্তি। দারিদ্রের মধ্যে বড় হয়ে ওঠে এক কিশোর গ্রামে। বাবা ছেড়ে যান আগে। সেই ছেলেটির বন্ধু তাঁকে উপলব্ধির প্রাথমিক পাঠ দেয়। চারটে ইন্দ্রিয়ের সেই পাঠ ভুলিয়ে দেয় দৃষ্টিশক্তির অক্ষমতা। অন্ধ চিত্রকরের সঙ্গে মা-ছেলের সম্পর্ককেও একটি সুতোয় গেথেছেন তিনি। এই ছবিতে রয়েছে অন্ধত্বের সঙ্গে অস্তিত্বের লড়াইও।

আরও পড়ুন:  #Candle4SSR: যেখানেই থাকো, হাসিখুশি থেকো, প্রদীপ জ্বালিয়ে সুশান্তের জন্য প্রার্থনা অঙ্কিতার

৯০ মিনিটের এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন উত্তরবঙ্গের জনপ্রিয় মুখ রাশেদ রহমান । টলিউডে রাশেদের এই ছবিটি ডেবিউ হলেও এর আগে তিনি অনেক শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন । রাশেদের জন্ম  ও বেড়ে ওঠা উত্তরবঙ্গের কোচবিহারে। সেখান থেকে শিলিগুড়িতে পড়তে আসেন তিনি । তারপরেই অভিনয়ে মনপ্রাণ ঢেলে দেন । এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সায়ন্তি চট্টরাজ ,শ্রীলা ত্রিপাঠি ,বিশ্বজিৎ ঘোষ, সুরজিৎ চৌধুরী সহ আরও অনেকে।

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি এই ছবি স্লোভাকিয়া, কায়রো, পর্তুগাল, পেরু, গুয়েতমালা, কলম্বিয়া সহ একাধিক দেশের ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়। সত্যজিতের পেইন্টিংস ইন দ্য ডার্ক বড় পর্দার প্রথম ছবি। এর আগে স্বল্পদৈর্ঘ্যের ‘দুই পৃথিবী’ ছবিতেই নিজের জাত চিনিয়েছিলেন তিনি। ১২ মিনিটের এই নির্বাক ছবি দেখিয়ে যায় সমাজের নিষ্ঠুরতা তাও আবার দুর্গা পূজার আবহে।

আরও পড়ুন: প্রহর গুনছে দেশবাসী! জেনে নিন, শুক্রবার কোন সময় মুক্তি পাচ্ছে সুশান্তের ‘দিল বেচারা’?

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest