তৈরি হল ইতিহাস, অস্কারে প্রথমবার সেরা অভিনেতার মনোনয়নে পেলেন কোনো মুসলিম তারকা

রিজ আহমেদ প্রথম মুসলিম ও প্রথম এশিয়ান হিসেবে ২০১৭ সালে এমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সোমবার ঘোষণা করা হয়েছে অস্কারের চূড়ান্ত মনোনয়ন। এবারের অস্কারে ‘সাউন্ড অব মেটাল’ সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছেন রিজ আহমেদ। শ্রবণশক্তি হারিয়ে ফেলা একজন হার্ডরক ড্রামারের চরিত্রে মন কেড়েছেন ৩৮ বছর বয়সী এই ব্রিটিশ তারকা।

সোমবার (১৫ মার্চ) রাত ৮টায় টুইটারে রিজ আহমেদ লিখেছেন, “ওয়াও! মনোনীত অন্য অভিনেতাদের পাশাপাশি মনোনীত হওয়ায় আমি গর্বিত। তারা অসাধারণ অনুপ্রেরণাদায়ক কাজ করেছেন। আর আমার প্রতি সমর্থন ও উৎসাহদানের জন্য অ্যাকাডেমির কাছে আমি কৃতজ্ঞ। আমার নিজের পাশাপাশি ‘সাউন্ড অব মেটাল’ ছবির পরিচালক ডারিয়াস মারডার এবং মেধাবী পল রাসির জন্য আমি সমান উচ্ছ্বসিত।”

আরও পড়ুন: বিয়ে পর্বটা ভুলে সামনের দিকে দেখতে চাই, বললেন ‘মোহর’ সোনামণি সাহা

রিজ আহমেদ জানান, তিনি খুশি হবেন যদি ভবিষ্যতে তার মতো আরও অনেকে এমন সুযোগ পান। আমাজন স্টুডিওসের প্রাইম ভিডিওতে মুক্তিপ্রাপ্ত ‘সাউন্ড অব মেটাল’ সেরা চলচ্চিত্রসহ অস্কারের মোট ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে। বাকিগুলো হলো পার্শ্ব-অভিনেতা (পল রাসি), মৌলিক চিত্রনাট্য, সম্পাদনা, শব্দ।

পুরো নাম রিজওয়ান আহমেদ। ১৯৮২ সালের ১ ডিসেম্বর জন্ম। ব্রিটিশ আমলে প্রথম মুসলিম হিসাবে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচাপতি হয়েছিলেন স্যার শাহ মহম্মদ সুলেমান। তাঁরই বংশধর হলেন রিজ। দেশভাগের সময় তাঁর পরিবার পাকিস্তান চলে যায়। ১৯৭০ সালে করাচি থেকে ব্রিটেন চলে যায় রিজের পরিবারের।

দুটি করে গোল্ডেন গ্লোবস, এমি অ্যাওয়ার্ডস ও স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ডসের মনোনয়ন পেয়েছেন। ‘নাইটক্রলার’ (২০১৪) ছবিটির সুবাদে হলিউডে আলাদা অবস্থান গড়ে নিয়েছেন। তার উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘রোগ ওয়ান: অ্যা স্টার ওয়ারস স্টোরি’ (২০১৬), ‘ভেনম’ (২০১৮)।

রিজ আহমেদ প্রথম মুসলিম ও প্রথম এশিয়ান হিসেবে ২০১৭ সালে এমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। ‘দ্য নাইট অব’ ছবির জন্য পুরস্কার জিতেছেন ৩৮ বছর বয়সী এই ব্রিটিশ-পাকিস্তানি অভিনেতা।
এর আগে ২০১৭ সালে সেরা সহ অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়ে প্রথম মুসলিম হিসেবে অস্কার জিতে নিয়েছেন মাহেরশালা আলি। এরপর ২০১৯ সালে ‘গ্রিন বুক’ সিনেমার জন্য একই বিভাগে আরও একটি অস্কার জিতেছেন অভিনেতা।

আরও পড়ুন: এবার বড় পর্দায় ‘হিয়া’ অনামিকা, দেখুন, প্রথম ছবি ‘ইস্কাবন’-এর ঝলক…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest