‘নারীদের সম্মান আপনারা এমনিতেই দেন না!’ নারী দিবসে ট্রোলিং নিয়ে বিস্ফোরক মধুমিতা

খোলামেলা পোশাক পরার দায়ে এক নেটাগরিকের কটাক্ষ, ‘অভিনয়ে টিকতে না পেরে অশ্লীলতার পথ বেছে নিলেন মধুমিতা!
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নারী দিবসের দিন বিস্ফোরক পোস্ট অভিনেত্রী মধুমিতা সরকারের। প্রতিদিনের ট্রোলিংয়ের জবাব পোস্টের মাধ্যমে এমনই কড়া ভাষায় জানালেন অভিনেত্রী। নিত্যদিন তিনি যেসব অপ্রস্তুত পরিস্থিতির শিকার হন সেসব কথা তুলে ধরতে বেছে নিলেন নারী দিবসের দিনকে।

নারী দিবসের দিন সকলে যখন নারীদের শুভেচ্ছা জানাতে ব্যস্ত সেই সময় অভিনেত্রী তাঁর সামাজিক মাধ্যমের পাতায় পোস্ট করা একের পর এক ট্রোল পড়তে পড়তে তুলে ধরেন সমাজে নারীদের প্রকৃত অবস্থানের কথা।

কী বললেন মধুমিতা? অভিনেত্রী কথা শুরু করেছেন তাঁকে নিয়ে অনুরাগীদের কটাক্ষ দিয়ে। যেমন, মধুমিতার হট প্যান্ট পরা ছবি দেখে জনৈক নেটাগরিকের মন্তব্য, ‘ছেলেরা ফুল প্যান্ট আর মেয়েরা কেন হাফ প্যান্ট পরবে?’ কিংবা ‘তুমি তো বেবি হয়ে গিয়েছ। তোমাদের স্কুলে এমন খোলা চুলে যেতে দেয়! আমাদের তো পিছনে মারত।’

আরও পড়ুন: হৃদমাঝারে রাখব, তৃণমূলে যোগ দিয়ে ‘দিদি’র জন্য কীর্তন গাইলেন অদিতি

খোলামেলা পোশাক পরার দায়ে এক নেটাগরিকের কটাক্ষ, ‘অভিনয়ে টিকতে না পেরে অশ্লীলতার পথ বেছে নিলেন মধুমিতা! আমি তো ভেবেছিলাম ভুল করে ‘নটি আমেরিকা’তে ঢুকে গিয়েছি।’ এমনই বাছা বাছা কিছু মন্তব্য শোনানোর পরেই অভিনেত্রীর ব্যঙ্গোক্তি, ‘সারা বছর এমন সুন্দর সুন্দর কমেন্টের বন্যায় ভরিয়ে দিয়ে এই একটা দিন নারী দিবসের শুভেচ্ছা না জানালেই নয়?’

তাঁর মতে, যে দেশে এখনও লিঙ্গবৈষম্যই ঘোচেনি, সেই দেশে নারী দিবস পালনের কোনও যৌক্তিকতাই তিনি খুঁজে পান না। বরং যে সমস্ত দেশে নারী-পুরুষ সমান সমান, সেখানেই পালিত হোক এই বিশেষ দিন। মধুমিতার ক্ষোভ, একটা ছেলে যদি খালি গায়ে অথবা স্যান্ডো গেঞ্জি পরে ছবি পোস্ট করে তা হলে কোনও দোষ নেই। কিন্তু একটি মেয়ে যদি কাজের জন্য শাড়ি বা চুড়িদার ছাড়া মিনি স্কার্ট বা হট প্যান্ট পরে তখন সে কী হয়ে যায়? ‘নটি আমেরিকা’র আর্টিস্ট!

মধুমিতার কড়া জবানি এখানেই কিন্তু স্তব্ধ হয়নি। তাঁর প্রেম, তাঁর সজ্জা, তাঁর অভিনয় নিয়ে দিনের পর দিন ট্রোলিং সহ্য করার পর খুল্লমখুল্লা সাবধান করলেন তথাকথিত অনুরাগীদের, ‘আমার কিন্তু এতে কিচ্ছু যায় আসে না।’ দাবি, ‘আগে ঠিক করে মেয়েদের সম্মানটা দিতে শিখুন।’ তার পর ‘উইমেন’ এমনিই ‘হ্যাপি’ হয়ে যাবে।

আরও পড়ুন: অজান্তেই বিজেপির প্রচারমূলক গানে দর্শনা-বিশ্বাবসুরা! বিরক্তি প্রকাশ তারকাদের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest