স্মোকি আই এখন ফ্যাশনে ইন! ট্রেন্ডে গা ভাসানোর আগে মাথায় রাখুন কটি জিনিস…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

স্মোকি আইয়ের ট্রেন্ডস এখন ফ্যাশনে ইন। কাজল কালো চোখের জয় সর্বত্র। যে কোনও পোশাকের সঙ্গেই বানাতে পারেন স্মোকি আই। ইন্টারনেট ঘেঁটে পছন্দ সই ডিজাইন বেছে নিলেই হল। তবে, জেনে নিন স্মোকি আই তৈরির সময় কী কী মনে রাখবেন।

১. ঠিক মতো আইশ্যাডোগুলো ব্লেন্ড না করলে লুকটা মোটেই ভালো লাগবে না। তাই যতক্ষণ হার্শ কোনো লাইন না বোঝা যায়, ততক্ষণ ব্লেন্ডিং করে যেতে হবে।

২. যখন আমরা কোনো ডার্ক স্মোকি আই মেকআপ করতে যাব, তখন চোখে আই প্রাইমারের পাশাপাশি একটা বেস কিন্তু মাস্ট। যেমন- ব্ল্যাক স্মোকি আই মেকআপ করতে চাইলে প্রথমে একটা ব্ল্যাক কাজল আই লিডে লাগিয়ে নিয়ে সেটা ব্লেন্ড করে নিবেন এরপর ব্ল্যাক আইশ্যাডো লাগাবেন। এতে করে আইশ্যাডোর কালার অনেক গাঢ় দেখা যায় এবং দেখতেও সুন্দর লাগে।

আরও পড়ুন: দুর্গাপুজোর বাকি আর মাত্র ৮৭ দিন, রইল এই বছরের ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে খোঁজখবর…

৩. অনেক সময় দেখা যায় বেস মেকআপ করে ফেলার পর ভারি এবং ডার্ক স্মোকি কোনো আই লুক করতে গেলে আন্ডার আইটাও ডার্ক লাগে। এটা ডার্ক কালারের আইশ্যাডোগুলো ফল আউটের কারণে হতে পারে। তাহলে ডার্ক কোনো স্মোকি লুক করতে চাইলে আগে আই মেকআপ করে নিন। এরপর একটি মেকআপ ওয়াইপসের সাহায্যে ফল আউটগুলো ক্লিন করে নিয়ে মেকআপ শুরু করুন।

katrina kaif disha patani kiara advani kareena kapoor know how to look sexy in smokey eye makeup

৪. স্মোকি আই মেকআপ করলে আন্ডার আইটা কিন্তু ব্রাইট হওয়া জরুরি। তাই স্কিনের থেকে ২-৩ শেড লাইট কোনো কনসিলার দিয়ে অবশ্যই আন্ডার আইটা হাইলাইট করে নিবেন। এতে করে স্মোকি লুকটা সুন্দর ফুটে উঠবে এবং ফ্রেশ লাগবে দেখতে।

আরও পড়ুন: লিপস্টিক পড়তে ভালোবাসেন? জেনে নিন কি ভাবে ঠোঁটে রং হবে দীর্ঘস্থায়ী

ফ্যাশন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন এখানে। https://t.me/thenewsnest

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest