Rahul Gandhi to contest from Amethi in 2024, claims UP Congress chief

Rahul Gandhi: লোকসভায় অমেঠি থেকেই ভোটে লড়বেন রাহুল, বড় ঘোষণা উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২০১৯-এ হারের মুখ দেখতে হয়েছিল৷ কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধি অমেঠি থেকেই ভোটে লড়বেন৷ এমনই দাবি করলেন উত্তর প্রদেশের নতুন কংগ্রেস সভাপতি অজয় রায়৷ প্রিয়ঙ্কা গান্ধিও উত্তর প্রদেশ থেকে ভোটে লড়তে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি৷

মোদী পদবি মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে স্বস্তি পেয়েছেন রাহুল। ফিরে পেয়েছেন হারানো সাংসদ পদ। এই নির্দেশের ফলে চব্বিশের লোকসভা নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রেও আর বাধা নেই তাঁর। সাংসদ পদ ফিরে পাওয়ার পরই রাহুলের নির্বাচনী লড়াই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ এবার বিরোধী জোট ইন্ডিয়া ঐক্যবদ্ধ ভাবে চব্বিশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে। সেক্ষেত্রে রাহুল গান্ধী কোন কেন্দ্রের প্রার্থী হন, সেদিকে নজর থাকবে গোটা দেশের। এমন আবহেই অজয় রায় অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে শুক্রবার জানিয়ে দিলেন, যে আগামী বছর লোকসভা ভোটে রাহুল গান্ধী আমেঠি থেকেই লড়বেন।

আরও পড়ুন: Lakhpati Didi : ১৫ লাখ টাকার স্বপ্ন অতীত, এবার ‘ ২ কোটি লাখপতি দিদি’ প্রকল্প মোদীর

অমেঠি এবং কংগ্রেস ভারতীয় রাজনীতিতে প্রায় সমর্থক হয়ে উঠেছিল৷ চার বার এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন রাজীব গান্ধি৷ একবার অমেঠির সাংসদ নির্বাচিত হন সনিয়া গান্ধি৷ এর পর ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত তিন বার অমেঠির সাংসদ হিসেবে জয়ী হন রাহুল৷ কিন্তু ২০১৯ সালে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে ৫০ হাজারেরও বেশি ভোটে হেরে যান রাহুল৷ যদিও কেরলের ওয়ানাড কেন্দ্র থেকে ভোটে জিতে সাংসদ হন তিনি৷ তবে ২০২৪-এ রাহুল ওয়ানাডেও লড়বেন কি না, সে প্রশ্নের উত্তর জানা যায়নি৷

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাহুল গান্ধি অমেঠি থেকে না লড়লে লোকসভা ভোটে তাঁকে আক্রমণের সহজ অস্ত্র পেয়ে যেত বিজেপি৷ হারের ভয়েই রাহুল অমেঠিতে লড়ছেন না, এমন তত্ত্ব খাড়া করত গেরুয়া শিবির৷ আবার লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ফল বরাবরণই নির্ণায়ক হয়ে দাঁড়ায়৷ রাহুল নিজে উত্তর প্রদেশ থেকে লড়লে দলের নেতা, কর্মীরাও উজ্জ্বীবিত হবেন৷

আরও পড়ুন: Himachal Pradesh: বৃষ্টি আর ভূমিধসে বিধ্বস্ত হিমাচল, মৃত বেড়ে ৭৫, ক্ষতি অন্তত ১০ হাজার কোটির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest