MAMATA BANERJEE JOINS THE FLAG HOSTING CEREMONY AT RED ROAD KOLKATA

Independence Day: দর্শকশূন্য রেড রোডে পতাকা উত্তোলনে মুখ্যমন্ত্রী, ট্যাবলোয় সাফল্য-খতিয়ান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও রেড রোডের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার নগরপাল আইপিএস সৌমেন মিত্র। তাছাড়া ছিলেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও যোগ দেন অনুষ্ঠানে।

এদিন প্রথমে মুখ্যমন্ত্রী গার্ড অফ অনার নেন। তারপর নগরপাল সৌমেন মিত্র সহ বহু পুলিশ আধিকারিককে পদক দেন মুখ্যমন্ত্রী। অসামান্য কর্মদক্ষতার জন্যে কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র সহ তিন আইপিএস আধিকারিককে পুরস্কার দিল রাজ্য স্বরাষ্ট্র দফতর।

১০:৫৫ –

রেড রোডে দেশের জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী। তার পরে কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পুলিশ মহলের অনেককে সংবর্ধনা দেন তিনি। মুখ্যমন্ত্রীকে দেওয়া হচ্ছে ‘গার্ড অব অনার’। রাজ্য পুলিশ ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো যাচ্ছে মুখ্যমন্ত্রীর সামনে দিয়ে।

আরও পড়ুন: App Cab Services: সারাদিন একই ভাড়া, কলকাতায় এল নয়া অ্যাপ ক্যাব RYDE

১১:০৬ –

রাজ্য সরকারের প্রায় সব প্রকল্পের সুসজ্জিত ট্যাবলো যাচ্ছে মুখ্যমন্ত্রীর সামনে দিয়ে। ট্যাবলোর উপরে সেই প্রকল্পের উপকারিতা দেখানো হচ্ছে শিল্পীদের মাধ্যমে। ট্যাবলোর মাধ্যমে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ‘দুয়ারে সরকার’, ‘দুয়ারে রেশন’ ও ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’-ও দেখানো হয়েছে। সোমবার ‘খেলা হবে’ দিবস। তার আগে সেই ট্যাবলোও দেখা গেল রেড রোডে। ট্যাবলোর উপরে কয়েক জন বাচ্চাকে ফুটবল পায়ে দেখা যায়।

১১:১৩ –

অনুষ্ঠান শেষে পুলিশ মেমোরিয়াল ও নেতাজির মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী।

করোনা বিধি মেনেই অনুষ্ঠিত হয় আজকের অনুষ্ঠান। করোনা আবহে এদিন অনুষ্ঠানে কাটছাঁট হয়। মাত্র আধঘণ্টাতেই শেষ হয় অনুষ্ঠান।

আরও পড়ুন: কর্মচারী যুবককে রাতের পর রাত ধর্ষণ, বাঁশদ্রোণীতে ধৃত দোকান-মালিক

 

 

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest