৪টেয় সাংবাদিক সম্মেলন, মোদীর ঘোষিত প্যাকেজে কী কী থাকছে? ব্যাখ্যা দেবেন নির্মলা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: করোনাভাইরাসের কারণে চলা লকডাউনের জেরে বেহাল দশা অর্থনীতির। ঘুরে দাঁড়াতে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অর্থ সম্পর্কে সবিস্তার তথ্য এ বার জানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বুধবার বিকেল চারটের সময় সাংবাদিক সম্মেলন করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

এখনও পর্যন্ত ৫০ দিনের লকডাউন কাটিয়ে ফেলা দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করে তুলতেই মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদী ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেন। এই প্যাকেজের পরিমাণ দেশের জিডিপি-র ১০ শতাংশ।

প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক প্যাকেজের মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক সাহায্যও রয়েছে। রয়েছে আগে ঘোষিত ১ লক্ষ ৭৪ হাজার কোটি টাকার অর্থসাহায্যও।

আরও পড়ুন: নিষিদ্ধ কেবিন ব্যাগ, থাকতে হবে আরোগ্য সেতু অ্যাপ! জেনে নিন বিমান যাত্রার গাইডলাইনস…

এই আর্থিক প্যাকেজ কোথায় কতখানি ব্যবহার হবে, গত কাল তা খোলসা না করে প্রধানমন্ত্রী বলেন, আগামী কয়েক দিনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সব বিস্তারিত ভাবে জানাবেন। তবে মোদীর আশ্বাস, আর্থিক প্যাকেজে কুটির শিল্প, ছোট-মাঝারি শিল্প থেকে কর্পোরেট জগৎ, শ্রমিক-কৃষক থেকে মধ্যবিত্ত সকলের জন্যই ব্যবস্থা থাকবে। সঙ্গে থাকবে ভূমি ও শ্রম আইনের সাহসী সংস্কার। যা ভারতকে আর্থিক ভাবে স্বনির্ভর হতে সাহায্য করবে।

তবে অর্থনীতিবিদদের একাংশের মতে, ২০ লক্ষ কোটি টাকার দায়ই তে কেন্দ্র বহন করবে না,‌ এটা স্পষ্ট। লকডাউন শুরুর পরে মোদী সরকার ১.৭ লক্ষ কোটি টাকার গরিব কল্যাণ প্রকল্প ঘোষণা করেছে। রিজার্ভ ব্যাঙ্কের ত্রাণের পরিমাণ ৪.৫ লক্ষ কোটি টাকা। দুই মিলিয়ে ৬.২ লক্ষ কোটি টাকা। অর্থাৎ, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আরও প্রায় ১২.৮ লক্ষ কোটি টাকার আর্থিক দাওয়াই আসতে চলেছে।

আরও পড়ুন: Lockdown 4.0: নয়া রং আর রূপ নিয়ে আসছে লকডাউন ৪, জানালেন প্রধানমন্ত্রী

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest