Snowfall in Kashmir: মরসুমের প্রথম তুষারপাত, বরফের চাদরে ঢাকল কাশ্মীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সারা দেশ জুড়ে এখন উৎসবের আমেজ। তার মধ্যেই বছরের প্রথম তুষারপাতের অভিজ্ঞতার সাক্ষী থাকল কাশ্মীর উপত্যকা। সোনমার্গ, দ্রাস, পীর কি গলি, পীরপঞ্জলের মত উঁচু অঞ্চলগুলিতে বরফ পড়েছে। পাশাপাশি আউটার হিমালয়েও  তুষারপাত হয়। হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা।

বরফের চাদরে ঢেকে যাওয়া কাশ্মীরকে দেখে উৎফুল্ল পর্যটকেরা। তবে সমস্যায় পড়েছেন কাশ্মীরবাসীরা। তুষারপাতের কারণে বন্ধ হয়ে পড়ে পীর কি গলির মুঘল রোড। যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে।  তুষারপাতের কারণে পুরোপুরি স্তব্ধ শ্রীনগর- জম্মু হাইওয়ে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদে নীতীশের নামেই শিলমোহর NDA’র, উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে বিহার বিজেপিতে অশান্তি

উপত্যকায় বেশ তাড়াতাড়িই শীত এসে গেল।  উপত্যকাবাসীর আশা ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্যের টানে এবার বহু পর্যটকের আগমন হবে কাশ্মীরে। আবার মাথা তুলে দাঁড়াবে পর্যটন শিল্প।

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ব্যাপক তুষারপাত হয় উত্তর কাশ্মীরের গুলমার্গ, পেহলগাঁওতে। এবার নভেম্বরেও  পুরু বরফের স্তর পড়ে গিয়েছে। অন্যবার তাই শীতের মরশুমে  স্কি রিসর্ট, হিল রিসর্টগুলিতে ভিড় উপচে পড়ে কৌতূহলী পর্যটকদের। কিন্তু এবছর করোনা মহামারীর কারণে পর্যটকের আসবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে ইতিমধ্যেই কাশ্মীররে দরজা পর্যটকরেদর জন্য খুলে দেওয়া হয়েছে। তবে কোভিড বিধি মেনে রয়েছে একাধিক বিধিনিষেধ।

আরও পড়ুন: Happy Bhai Phonta 2020: ভাইফোঁটার শুভেচ্ছা পাঠান দূরে থাকা কাছের মানুষদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest