প্যান কার্ড চালু রাখতে আজকের মধ্যেই করুন এই কাজটি…

অর্থবিল ২০২১ অনুযায়ী দিতে হতে পারে ১,০০০ টাকা জরিমানাও।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আধার ও প্যান কার্ড লিঙ্ক করার শেষ দিন ৩১ মার্চ ২০২১। অর্থাত্ বুধবার নাগাদ এই কাজটি সেরে না ফেললে অচল হয়ে যাবে প্যান কার্ড। সেই সঙ্গে হতে পারে ১,০০০ টাকার জরিমানা।

তাই এখনও যদি প্যান কার্ড-আধার লিঙ্ক না করেন, আর দেরি করবেন না। বুধবারেই সংযুক্তিকরণ সেরে ফেলুন।

আধার-প্যান লিঙ্ক সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর :

>>> আধার-প্যান কার্ড লিঙ্ক করিয়েছি। কিন্তু সত্যিই লিঙ্ক হয়েছে কিনা কীভাবে যাচাই করব?

১. আয়কর দফতরের e-filing পোর্টাল-এ যান। সেখানে Quick Links বলে ট্যাব পাবেন। তার মধ্যেই Link Aadhaar বলে অপশন পাবেন।

২. নতুন পেজ খুলবে। সেখানে Click Here- ক্লিক করুন।

৩. পরের পেজে আপনার আধার নম্বর ও প্যান নম্বর নির্দিষ্ট স্থানে টাইপ করতে হবে।

৪. এর পর একটি পেজ খুলবে। সেখানেই আপনার স্টেটাস দেখাবে, অর্থাত্ লিঙ্ক করা আছে নাকি নেই।

আরও পড়ুন: বৃথা গেল আত্মহত্যার হুমকি, মনোনয়নপত্র জমার মুহূর্তে গলসিতে প্রার্থী বদল বিজেপির

>>> এখনও লিঙ্ক করা হয়নি, আজই করব কী করে?

১. আয়কর দফতরের e-filing পোর্টাল-এ যান। সেখানে Quick Links-এর মধ্যে Link Aadhaar বলে অপশন পাবেন।

২. পরের পেজে আপনার আধার নম্বর ও প্যান নম্বর নির্দিষ্ট স্থানে টাইপ করতে হবে। দিতে হবে নাম।

৩. ক্যাপচা ভরতে হবে।

৪. Link Aadhaar অপশনে ক্লিক করুন। PAN-Aadhaar Linking-এর কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এরপর বাকি কাজ আয়কর দফতরের হাতে।

>>> PAN Card-Aadhaar Link না করলে কী হবে?

PAN Card অচল হয়ে যাবে। যেকোনও আর্থিক লেনদেনেই এখন PAN Card নম্বর লাগে। কিন্তু কার্ড অচল হয়ে গেলে সেটা করতে পারবেন না। এমনকি কর প্রদানেও সমস্যা হবে।

অর্থবিল ২০২১ অনুযায়ী দিতে হতে পারে ১,০০০ টাকা জরিমানাও।

আরও পড়ুন: ‘সরকার চালাব আমি আর দিলীপ ঘোষ’, গাছে না উঠতেই এক কাঁদি শুভেন্দুর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest