ওয়েব ডেস্ক: হাতে অখণ্ড অবসর! তাকে কাজে লাগাতে হবে তো। তাই হাত ধুয়ে বউয়ের পেছনে পড়েছেন শাহিদ কাপুর (Shahid Kapoor)। ইনস্টায় মারাত্মক এক ভিডিও পোস্ট করতেই হইচই বলিপাড়ায়।
ভিডিওতে স্ত্রী মীরা রাজপুতকে (Mira Rajpu) হেব্বি ‘সেক্সি’ বলে সম্বোধন করেছেন! সে বাণী কানে পৌঁছোতেই চোখ-মুখ লাল অনুরাগীদেরই। শাহিদের রকমসকম অবশ্য উপভোগও করেছেন দুর্দান্ত ভাবে। ফলাফল, ভিডিও ভাইরাল। শাহিদের এই মন্তব্যে মীরার অভিব্যক্তি কী? টুঁ শব্দ না বলে অত মিষ্টি করে চোখ ঘুরিয়েছেন যে, দেখে দম্পতির অনুরাগীরা ফের ফিদা! পরে মন্তব্য বিভাগে তিনি লেখেন, প্রতিশোধ পাঠাচ্ছেন মেল করে!
আরও পড়ুন: লকডাউনেও কবজি ডুবিয়ে রসনাতৃপ্তি! বাস্তবের প্রতিচ্ছবি অম্বরীশের ‘গলদা চিংড়ি’
View this post on InstagramWe grow wiser and more mature with each passing day in #quarantine
A post shared by Shahid Kapoor (@shahidkapoor) on
এই ঘটনাটি শনিবারের। রবিবার অর্থাৎ আজ সেই ঘটনার প্রতিশোধ নেন মীরা। তবে ই মেলের মাধ্যমে নয়। ইনস্টাতে পোস্ট করলেন শাহিদের একটি পুরানো ছবি আর লিখলেন, ‘মধুর প্রতিশোধ’।
শাহিদকে লজ্জা পাওয়াতেই মীরা এই পোস্ট করেছেন বলাই বাহুল্য। কিন্তু ফ্যানেরা তাঁদের এই খুনসুটি দেখে উচ্ছসিত।উল্লেখ্য, নিজেকে নিয়ে একের পর এক পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত Shahid Kapoor। ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে তিনি নেশাখোরের চরিত্রে অদ্ভুত দক্ষতার সঙ্গে অভিনয় করেছিলেন। ‘কবীর সিং’, ‘পদ্মাবত’-এও বারেবারে নিজেকে তিনি ভেঙেছেন। এবার নিজেকে প্রস্তুত করছেন আগামী ছবি ‘Jersey’র জন্য। চণ্ডীগড়ে সেই ছবির সেটেই গুরুতর আহত হয়েছিলেন অভিনেতা। বলিপাড়া বলছে, তেলুগু ছবি ‘জার্সি’র রিমেকে ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে শাহিদকে। ২০১৫-য় বিয়ে হয় শাহিদ-মীরা রাজপুতের। ২০১৬-য় তাঁদের প্রথম সন্তান মিশা। দু-বছর পর ছেলে জৈন আসে তাঁদের কোলে।
আরও পড়ুন: ‘ওম’ মন্ত্র লেখা অর্ধনগ্ন শরীরে ছবি পোস্ট করে বিতর্কে মডেল সোফিয়া