ISL 2020-21: জোড়া ডার্বি হেরে ফুটবলারদের ঘাড়ে দোষ চাপালেন গ্রান্ট, কটাক্ষ হাবাসের

ফিরতি ডার্বি জয় সমর্থকদের উত্সর্গ করলেন মোহনবাগান কোচ।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এ যেন চলতি আইএসএলে প্রথম ডার্বির পুনরাবৃত্তি। গত ২৭ নভেম্বর ২-০ গোলে প্রথম ডার্বি জিতেছিল এটিকে মোহনবাগান। এবারও ডার্বি যুদ্ধের রঙ সেই সবুজ-মেরুন। ফিরতি ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারাল রয় কৃষ্ণর দল। ফলে প্রথমবার জোড়া ডার্বি জিতে অনন্য নজির গড়লেন আন্তোনিয়ো লোপেজ হাবাস। আর দলের এমন নির্বিষ পারফরম্যান্স গ্যালারিতে বসে হতবাক হয়ে দেখলেন নির্বাসিত কোচ রবি ফাওলার।

শুক্রবার ফতোরদা স্টেডিয়ামে ব্রাইট এনোবাখারে ছাড়া লাল-হলুদের আর কারও মধ্যে বিন্দুমাত্র তাগিদ চোখে পড়েনি। যদিও ফাওলারের সহযোগী টনি গ্রান্ট মনে করেন তাঁর দলের ফুটবলাররা বিপক্ষের হাতে ম্যাচ তুলে দিয়ে এসেছেন। তাই জোড়া ডার্বি হেরে সুব্রত পাল- রাজু গায়কোয়াড়দের ঘাড়ে দোষ চাপালেন ফাওলারের ‘প্রিয় বন্ধু’।

আরও পড়ুন:  দেশে করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী! দৈনিক আক্রান্ত বেড়ে প্রায় ১৪ হাজার

ম্যাচের শেষে ক্ষুব্ধ গ্রান্ট সাংবাদিক সম্মলনে বলেন, “একটা ভাল ম্যাচ হয়েছে। দুটো দলই আজ জিততে পারত। কিন্তু প্রথমার্ধে সমতা ফেরানোর পরেও দ্বিতীয় গোল হজম করার কোনও মানে হয় না। এমন গোল হজম করা একেবারে মেনে নেওয়া যায় না। ম্যাচে ওদের দ্বিতীয় গোলেই খেলা ঘুরে গেল।” এর পরেই গ্রান্ট ক্ষোভের সঙ্গে জুড়ে দিলেন, “আগের ম্যাচগুলোতে দল কেমন খেলেছে সেটার কোনও গুরুত্ব নেই। কারণ এটা ডার্বি। কিন্তু আমাদের ফুটবলাররা তো ম্যাচটা ওদের হাতে তুলে দিয়ে এল! আর সেখানেই দলের বাকিদের ছন্দ নষ্ট হয়ে যায়। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি।”

মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচে জয় তুলে নেওয়া যেমন ফুটবলারদের কাছে বাড়তি কৃতিত্ব হিসেবে বিবেচিত হয়, ঠিক তেমনই কোচেদের কাছেও বাড়তি মাত্রা পায় বড় ম্যাচে প্রতিপক্ষ দলের পরিকল্পনাকে টেক্কা দিতে পারলে। সেদিক থেকে সবুজ-মেরুন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস বাড়তি কৃতিত্ব দাবি করতেই পারেন।

ইতিমধ্যেই দলকে আইএসএল চ্যাম্পিয়ন করানোয় হাবাসের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। ফিরতি ডার্বি জিতে উঠে হাবাস অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীদের কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করলেন না। ম্যাচের শেষে তিনি বলেন, ‘৪টি গোলই তো আমরাই করলাম।’

মোহনবাগান ফিরতি কলকাতা ডার্বিতে জয় তুলে নেয় ৩-১ গোলে। তবে কোনও ইস্টবেঙ্গল ফুটবলার মোহনবাগানের জালে বল জড়াতে পারেননি। ইস্টবেঙ্গলের একমাত্র গোলটি আসে তিরির ভুলে। বাগান তারকার আত্মঘাতী গেলই প্রথমার্ধে ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হয় লাল-হলুদ শিবির।

আরও পড়ুন: IPL 2021 Auction: অল্প পুঁজি নিয়েও বাজিমাত, নিলামের পর কেমন হল KKR দল, দেখে নিন…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest