মিলল শীতের আমেজ, এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা কমল ২ ডিগ্রিরও বেশি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাজ্যে ক্রমশ কমছে তাপমাত্রা। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া জারি থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে।  প্রবল ঠাণ্ডা না পড়লেও ভোরের দিকে হাল্কা শীতের আমেজ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। নতুন করে রাজ্যের বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।

বুধবার সকালে আচমকাই আবহাওয়ার পরিবর্তন। মিলল শীতের (Cold) আমেজ। এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা নামল ২ ডিগ্রিরও বেশি। রাতের তাপমাত্রা কমার সম্ভাবনার কথাই জানিয়েছে হাওয়া অফিস। ভোরের দিকে শীতের আমেজও আপাতত বজায় থাকবে। তবে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে বলেই মত আবহাওয়াবিদদের।

আরও পড়ুন: কপাল! ৩০ টাকার লটারি কেটে কোটি টাকা জিতলেন ভাতারের এই দিনমজুর

পুজো কাটতেই এমন হাল্কা শীতের আমেজের বেশ খুশিতে বঙ্গবাসী। করোনার জেরে এবছর বাঙালির দুর্গাপুজোর আনন্দ বেশ ফিকে ছিল। তারপর রাজ্যে ঘনিয়ে এসেছিল নিম্নচাপ। ষষ্ঠী ও সপ্তমীর সকালেও বৃষ্টিও চিন্তা বাড়িয়েছিল সকলের। যদিও তারপর সেই নিম্নচাপটি দিক পরিবর্তন করে চলে যায় বাংলাদেশে। হাঁফ ছেড়ে বাঁচেন বঙ্গবাসী। আগামী কয়েকদিন ধরে শুষ্ক আবহাওয়াই থাকবে। ফলে ভোরের দিকে কিছুটা হলেও ঠাণ্ডার আমেজ পাওয়া যাবে।

অন্যদিকে জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে রাজধানী দিল্লিতে। মঙ্গলবার তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে এসেছিল । প্রবল ঠাণ্ডায় এখন থেকেই উপভোগ করতে পারছেন দিল্লিবাসী। শেষ ৪-৫ বছরে নভেম্বর মাসে কখনও দিল্লিতে তাপমাত্রা এভাবে নামেনি। ফলে মনে করা হচ্ছে এবছর প্রবল ঠাণ্ডা পড়তে চলেছে রাজধানীতে।

আরও পড়ুন: ‘BJP গিয়ে কেউ বোকামি করবে না’ শুভেন্দুকে প্রসঙ্গে বার্তা দিলেন শিশির অধিকারী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest