এলাকায় মিলেছে করোনা আক্রান্তের হদিশ, আতঙ্কে খুলেও বন্ধ হল তারকেশ্বর মন্দির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: খোলার দিনই ফের বন্ধ হয়ে গেল তারকেশ্বর মন্দির। মন্দির সংলগ্ন গ্রামে বেশ কয়েকজনের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে বলে শোনা গিয়েছে। মন্দিরের মোহন্ত মহারাজ জানান, সংক্রমণ যাতে না ছড়ায় সেকারণে মন্দির বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, অনির্দিষ্টকালের জন্য মন্দির বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের মন্দির খোলা হবে।

আরও পড়ুন : ‘আমাদের হিরো’, জর্জিয়ার সর্বোচ্চ সম্মান বাঙালি যুবকের মুকুটে

বৃহস্পতিবারই মন্দিরের তরফে জানানো হয়েছিল, এ বছর বন্ধ থাকবে বাঁকে জল নিয়ে যাওয়াও । বন্ধ থাকবে তারকেশ্বরের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলাও ।বৃহস্পতিবার রাতে জেলা স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, তারকেশ্বর মন্দিরের পার্শবর্তী ভঞ্জিপুর/হাউলি/ধোল্যান গ্রামে কয়েক জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এরপর রাতেই সিদ্ধান্ত নিয়ে তারকেশ্বর মন্দির বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মোহন্ত মহারাজ।

শর্তসাপেক্ষে দুই দফায় সাড়ে পাঁচ ঘন্টা মন্দির খোলা হয়েছিল ভক্তদের শিবলিঙ্গ দর্শনের জন্য। আজ থেকে ফের তা বন্ধ হয়ে গেল ।

baba taraknath mandir

করোনা সংক্রমণ রুখতে মার্চের শেষভাগেই রাজ্যের সমস্ত মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে চলতি মাসের শুরুতে সমস্ত নিয়ম মেনে মন্দির খোলার অনুমতি দেয় রাজ্য। ভক্তদের জন্য খুলে দেওয়া হয় একাধিক মন্দিরও। কিন্তু তারকেশ্বর মন্দির খোলা হবে কি না তা নিয়ে দোটানায় ছিল মন্দির কর্তৃপক্ষ। কারণ, দর্শনার্থীদের সমাগমে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থেকেই যায়। 

20763688201 0e43dbac7c b

একাধিক বৈঠকে কমিটি সিদ্ধান্ত নেয় যে, শুক্রবার অর্থাৎ ২৬ জুন ভক্তদের জন্য পাকাপাকিভাবে খুলে দেওয়া হবে মন্দির। সামাজির দূরত্বের বিধি-সহ যাবতীয় নিয়ম মেনে চলবে পুজো। সেইমতো বুধবার ও বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে বেশ কিছুক্ষণ খুলেও রাখা হয় মন্দির। কিন্তু বৃহস্পতিবার রাতে ফের গোল বাধাল করোনা (CoronaVirus) আতঙ্ক।

আরও পড়ুন : প্রয়াত ‘মেমসাহেব’-এর স্রষ্টা সাহিত্যিক ও সাংবাদিক নিমাই ভট্টাচার্য

Gmail 5

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest