‘ইয়াস’- এর দাপটে কলকাতার রাস্তায় হাজির বিরাট সরীসৃপ! ভিডিও দেখে পিলে চমকাবে

এই ভিডিয়ো কোথাকার এবং ‘ইয়াস’- এর সময়কারই কি না, সে ব্যাপারে নিশ্চিত ভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ঘূর্ণিঝড় ‘ইয়াস’- এর দাপটে মঙ্গলবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল পশ্চিবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার শহর কলকাতারও বেশ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এর মধ্যেই বুধবার ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সেই সঙ্গে ছিল ভরা কোটাল। আর তার জেরেই প্রবল জলোচ্ছ্বাস দেখা গিয়েছে বাংলার উপকূলের জেলাগুলিতে। জল জমার হাত থেকে বাঁচতে পারেনি অনেক শহুরে অঞ্চলও। এর মধ্যেই কলকাতার রাস্তায় দেখা পাওয়া গিয়েছে বেশ বড় আকৃতির একটি গো-সাপের।

দিব্যি জলমগ্ন রাস্তা পরিদর্শনে বেরিয়েছে সে। অনেকেই বলেছেন, ওই গো-সাপের দেখা পাওয়া গিয়েছে, বাঙ্গুর এভিনিউয়ের কাছে। কোথা থেকে এই গো-সাপ শহরের রাস্তায় এল তা অবশ্য জানা যায়নি। অনেকের অনুমান, বাঙ্গুর এভিনিউ এলাকা সংলগ্ন কোনও খাল জলপ্লাবিত হওয়ায় হয়তো লোকালয়ে এসে পড়েছে এই গো-সাপ। নাগাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ভরা কোটালের দৌলতে অনেক এলাকাতেই গতকাল হুড়মুড়িয়ে একসঙ্গে অনেকটা জল ঢুকে পড়েছিল। হয়তো সেই জলস্রোতেই ভেসেই জনবসতি এলাকায় এসে পৌঁছেছে ওই গো-সাপ।

আরও পড়ুন: অ্যাম্বুল্যান্সের ভাড়া লাগাম ছাড়া, গাড়ি চালিয়ে মেয়ের দেহ শ্মশানে নিয়ে গেলেন বাবাই

ভারতীয় বনবিভাগের আধিকারিক (আইএফএস অফিসার) প্রবীণ অ্যাঙ্গুস্যামিও টুইটারে শেয়ার করেছেন এই ভিডিয়ো। তিনি অবশ্য বলেছেন, দমদম এলাকায় এই গো-সাপের দেখা পাওয়া গিয়েছে। এলাকাবাসীর উদ্দেশে আইএফএস অফিসার বার্তা দিয়েছেন, ওই গো-সাপটির থেকে যেন নিরাপদ দূরত্ব বজায় রাখা হয়। কেউ যেন ওই গো-সাপটিকে নিজে হাতে ধরার বা তাকে মেরে ফেলার চেষ্টা না করেন। বরং বন দফতর কিংবা স্থানীয় প্রশাসনকে খবর দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

যদিও এই ভিডিয়ো কোথাকার এবং ‘ইয়াস’- এর সময়কারই কি না, সে ব্যাপারে নিশ্চিত ভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় নেটাগরিকরা দাবি করেছেন, বুধবার কলকাতারই রাস্তায় এই গো-সাপের দেখা পাওয়া গিয়েছিল।

আরও পড়ুন: তৃষ্ণার্ত ঈগলকে জল খাইয়ে প্রশংসা কুড়ালেন যুবক, দেখুন- ভাইরাল ভিডিয়ো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest