পরিযায়ীরা ফিরতেই বাঁধ ভাঙল করোনা সংক্রমণে, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩৪৪

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন পশ্চিমবঙ্গে ঢুকতেই করোনা সংক্রমণ নতুন রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গে । বৃহস্পতিবার একদিনে রাজ্যে ৩৪৪ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। এর আগে গত রবিবার পশ্চিমবঙ্গে ২০৮ জনের দেহে করোনা সংক্রমণ মিলেছিল। এদিনের সংখ্যা ভেঙে দিল সেই রেকর্ড। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৬।

গত রবিবার পশ্চিমবঙ্গে নতুন ২০৮ জনের শরীরে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছিল, যা এযাবৎ একদিনে সর্বাধিক ছিল। আজ, বৃহস্পতিবার ভেঙে গেল সমস্ত রেকর্ড। স্বাস্থ্য ভবনের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন! এর আগে বাংলায় ২৪ ঘণ্টার মধ্যে এত করোনা পজিটিভ রোগী একদিনে পাওয়া যায়নি। বুলেটিন বলছে, এই আচমকা বৃদ্ধির পরে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল সাড়ে চার হাজার।

আরও পড়ুন: বাসে উঠলেই ১৪ টাকা,পরের কিমি পিছু ৫ টাকা, বাস মালিকদের নয়া প্রস্তাব

ভিনরাজ্যে থাকা শ্রমিকরা ফিরলে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও চিকিৎসকরা। বৃহস্পতিবারের সংখ্যায় সেই আশঙ্কাই সত্যি হল। এমনিতেই গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের সংখ্যা উর্ধ্বমুখী। এদিন যা নতুন শিখরে পৌঁছল। 

গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গেছেন আরও ৬ জন। ফলে কোভিডে মোট মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়াল ২২৩। আরও ৭২ জন শরীরে করোনা সংক্রমণ থাকা অবস্থায় মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। ফলে করোনা নিয়ে মোট মৃত্যু এ রাজ্যে ঘটেছে ২৯৫ জনের। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় ৯০ জন সুস্থও হয়ে উঠেছেন। ফলে মোট কোভিডজয়ীর সংখ্যাও এ রাজ্যে ১৬৬৮। সবমিলিয়ে ডিসচার্জ রেট ৩৭.৬০ শতাংশ। এই মুহূর্তে করোনা অ্যাকটিভ আছে ২৫৭৩ জনের দেহে।

গত ২৪ ঘণ্টায় যে ৩৪৪ জনের দেহে করোনা সংক্রমণ মিলেছে তার মধ্যে ৮৭ জনই কলকাতার বাসিন্দা। তার পরই রয়েছে হাওড়া। সেখানে আক্রান্ত ৫৫ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৪৯ জন।

কলকাতা ও শহরতলির সঙ্গে পাল্লা দিচ্ছে জেলাও। সেখানেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে ৪৬ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। বীরভূমে মিলেছে ২৭ জন করোনারোগী। জেলায় করোনা আক্রান্তরা প্রায় সবাই ভিনরাজ্য থেকে ফেরা কোয়ারেন্টাইনে থাকা শ্রমিক। তবুও বিভিন্ন জেলায় ক্রমবর্ধমান করোনা রোগীর সংখ্যাকে হালকা ভাবে নিচ্ছে না স্বাস্থ্য দফতর। 

আরও পড়ুন: বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, গোটা সপ্তাহ দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে!

Gmail 3
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest