মুখে দুর্গন্ধ? কোন কোন ফল খেলে মুক্তি পাবেন এই সমস্যা থেকে?

দুর্গন্ধ তাড়াতে দামি টুথপেস্ট, ওষুধ তো আছেই, কিন্তু খুব সহজেই এর থেকে মুক্তি পাওয়া যায়।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মুখের দুর্গন্ধের পিছনে অনেক কারণ থাকতে পারে। দাঁতের গোড়ার সমস্যা যেমন একটা, তেমনই পেটের সমস্যার কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে। এই দুর্গন্ধ তাড়াতে দামি টুথপেস্ট, ওষুধ তো আছেই, কিন্তু খুব সহজেই এর থেকে মুক্তি পাওয়া যায়। কী ভাবে? কয়েকটি ফল খেয়ে।

কোন ৩টি ফল নিয়মিত খেলে মুখের দুর্গন্ধ সহজে কাটবে? দেখে নেওয়া যাক।

আপেল: এই ফল প্রচুর পরিমাণে লালারস উৎপাদন করে। সেই লালারস মুখে দুর্গন্ধ তৈরি করা জীবাণুর পরিমাণ কমিয়ে দেয়। শুধু তাই নয়, মুখের শুকনো ভাবও কেটে যায় এই ফলের কারণে। তাই নিয়মিত আপেল খেলে মুখে দুর্গন্ধ হয় না।

আরও পড়ুন: শ্বাসকষ্ট, কিডনির সমস্যা -ডায়াবেটিস, সব নিয়ন্ত্রণ হবে আম পাতার গুণে!

কমলালেবু: এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এটি মাড়ির নানা অসুখ প্রতিহত করতে পারে। তাই যাঁদের মাড়ির সংক্রমণ বা প্রদাহের কারণে মুখে দুর্গন্ধ হয়, তাঁরা নিয়মিত কমলালেবু খেতে পারেন। এই সমস্যা কমবে।

তরমুজ: মুখের মৃত কোষে নানা ধরনের ব্যাকটিরিয়া বাসা বাঁধে। সেখান থেকেও অনেকের মুখে দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধ কাটাতে তরমুজ কাজে লাগে। মুখের মৃত কোষ পরিষ্কার করে ফেলতে এর বিকল্প নেই। তা ছাড়া তরমুজ খেলে শরীরে জলের অভাব কমে। তাতে মুখও শুকিয়ে যায় না। দুর্গন্ধ কমে।

লেবুর রস: এক কাপ জলে এক টেবিল চামচ লেবুর রস, নুন মিশিয়ে মুখ ধুয়ে নিন। মুখ শুকিয়ে যাবে না, দুর্গন্ধও দূর হবে।

আরও পড়ুন: Black fungus: উদ্বেগ বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, এড়াতে কী করা উচিত? নয়া নির্দেশিকা রাজ্যের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest