Jyotipriya Mallick virtually produced in Court in ration distribution case

Jyotipriya Mallick: ‘স্যর, আমাকে বাঁচতে দিন’ভার্চুয়ালি হাজিরায় ‘প্রাণভিক্ষা’ জ্যোতিপ্রিয়র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় গ্রেফতারির পর থেকেই অসুস্থতার কথা বলে আসছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallick)। এবার প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে জানা গেল, আনফিট বর্তমান বনমন্ত্রী। তিনি অসুস্থ। জেল চিকিৎসক তাঁকে আনফিট সার্টিফিকেট দিয়েছেন। ফলে বৃহস্পতিবার সশরীরে হাজিরা দেওয়ানো হলনা তাঁকে।

ইতিমধ্যেই এ ব্যাপারে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তৈরি করে জেল কর্তৃপক্ষ। পরে শারীরিক পরিস্থিতির কারণে প্রেসিডেন্সি জেল থেকেই হাজিরা দেন তিনি। যদিও এদিনও তাঁর আইনজীবী জামিনের আর্জি করেননি। তবে সমস্ত দলিল শোনার পর হাসপাতাল নয়, জেল হেফাজতের নির্দেশই দিয়েছেন বিচারক।

শুনানি শুরু হতেই বিচারক তাঁর কুশল সংবাদ নেন। জিজ্ঞেস করেন, কী সমস্যা রয়েছে তাঁর। জ্যোতিপ্রিয়ের আর্তি, ‘‘আমাকে বাঁচতে দিন।’’ বিচারক তাঁর অসুস্থতার কথা শোনার পর জানান, চাইলে তিনি সেলে ফিরে যেতে পারেন। জ্যোতিপ্রিয় নিজেকে আইনজীবী দাবি করায় বিচারক জানান, তিনি নিশ্চয়ই জেল এবং কোর্টের এক্তিয়ারের বিষয়ে অবগত। বৃহস্পতিবার জামিনের আবেদন করেননি জ্যোতিপ্রিয়।শুনানি শুরু হতে বিচারক প্রশ্ন করেন, ‘‘কী সমস্যা হচ্ছে আপনার? যেখানে আপনি বসে রয়েছেন, আপনার কী সমস্যা হচ্ছে? সমস্যা হলে ওঁকে নিয়ে যেতে পারেন।’’ জবাবে জ্যোতিপ্রিয় বলেন, ‘‘৩৫০ সুগার। হাত-পা কাজ করছে না। বাঁচতে দিন।’’

এর পর জ্যোতিপ্রিয় নিজের আইনজীবী পরিচয় তুলে ধরেন। তিনি বলেন, ‘‘আমি আইনজীবী। হাইকোর্ট ও ব্যাঙ্কশাল কোর্টের সদস্য। পায়ের সমস্যা হচ্ছে। ৩৫০-এর বেশি সুগার। হাত-পা কাজ করছে না। স্যর আমাকে বাঁচতে দিন।’’ বিচারক বলেন, ‘‘আপনি নিজেকে যখন আইনজীবী হিসেবে দাবি করছেন, তখন নিশ্চয়ই জেল এবং কোর্টের এক্তিয়ার সম্পর্কে অবগত রয়েছেন ধরে নেওয়া যায়। এক জন আইনজীবী হলে আপনার বুঝে যাওয়া উচিত।’’ বালুর কথা শোনার পর বিচারপতি পরামর্শ দিয়ে বলেন, ‘‘আপনার অসুবিধা হলে সেলে চলে যেতে পারেন।’’

https://www.thenewsnest.com/kolkata-jyotipriya-mallick-virtually-produced-in-court-in-ration-distribution-case/

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest