পঞ্জাব-হরিয়ানা নয়, সর্বাধিক মাদকাসক্ত UP-তে, যোগীরাজ্যে নেশায় বুঁদ শিশুরা!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: এতদিন মনে কার হত স্বতেহেক বেশি মাদকাসক্ত রাজ্য পাঞ্জাব। কিন্তু দেখা গিয়েছে দেশের মধ্যে সবচেয়ে বেশি শিশুদের মধ্যে মাদকাসক্তি লক্ষ্য করা গিয়েছে উত্তরপ্রদেশে। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে এমনই এক সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে এসেছে।

দিল্লির AIIMS-এ ন্যাশনাল ড্রাগ ডিপেনডেন্স ট্রিটমেন্ট সেন্টারের করা সমীক্ষার রিপোর্ট বলছে, উত্তরপ্রদেশের ৯৪,০০০ শিশু ইনহ্যালান্টে আসক্ত। অর্থাৎনাক দিয়ে টেনে যে মাদকসেবন করা হয়। দেশের মধ্যে এই সংখ্যাটা সর্বাধিক ওই রাজ্যেই।

আরও পড়ুন : ১২ অগস্ট পর্যন্ত বাতিল সমস্ত সাধারণ ট্রেন পরিষেবা, এমনকি লোকাল ট্রেনও চলবে না

এরপর বেশ খানিকটা পিছিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্যপ্রদেশ। সেখানকার ৫০,০০০ শিশু মাদকাসক্ত। তৃতীয় স্থানে অবস্থান মহারাষ্ট্রের। সেখানকার শিশুদের মধ্যে ৪০,০০০ মাদকাসক্ত। এখানেই শেষ নয়, সমীক্ষায় আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 

রিপোর্টে দাবি করা হয়েছে যে পঞ্জাব বা হরিয়ানায় নয়, উত্তরপ্রদেশেই অধিকাংশ মানুষ ইনজেক্টেড ড্রাগ ও আফিমে আসক্ত। পঞ্জাবে যেখানে ৭.২ লাখ এবং হরিয়ানায় ৫.৯ লাখ মানুষ আফিম জাতীয় মাদকে আসক্ত, সেখানে উত্তরপ্রদেশে এই সংখ্য়াটা ১০.৭ লাখ।

ইনজেক্টেড ড্রাগে আসক্তির ক্ষেত্রেও দেশে সবার উপরে যোগী আদিত্যনাথের রাজ্য। সেখানকার প্রায় এক লাখেরও বেশি মানুষের এই আসক্তি রয়েছে। যেখানে পঞ্জাবে এই সংখ্য়াটা ৮৮,০০০। ৩৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই সমীক্ষা চালানো হয়েছে।

আরও পড়ুন : ধর্ষণের পরই ভারতীয় নারীরা ঘুমিয়ে পড়েন না, এই যুক্তিতে হাইকোর্টে জামিন পেল অভিযুক্ত

Gmail 6

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest