Sharath Kamal Achanta Has Reached Into The Third Round Of Table Tennis

Tokyo Olympics: প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে মেনস সিঙ্গেলসের তৃতীয় রাউন্ডে শরথ কমল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সোমবার টেবিল টেনিসে ভারতের শুরুটা ভাল হল। পুরুষ বিভাগের সিঙ্গলসে পর্তুগালের থিয়াগো অ্যাপোলোনিয়াকে ৪-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ভারতের শরথ কমল।

ছয় গেমের রুদ্ধশ্বাস লড়াই শেষে পুরুষদের টেবিল টেনিস বিভাগের দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত জয় হাসিল করলেন ভারতের অচন্তা শরথ কমল। পর্তুগালের টিয়াগো আপোলোনিয়াকে ৪-২ গেমের ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে পৌঁছলেন বিশ্বের ২০ নম্বর টেনিস তারকা। এই রাউন্ডে শরথ কমলকে চিনের মা লংয়ের মুখোমুখি হতে হবে।

এর আগে মনিকা বাত্রার সঙ্গে জুটি বেঁধে টেবিল টেনিসের মিক্সড ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন অচন্তা শরথ কমল। ওই ম্যাচ হেরে গিয়েছিল ভারতীয় জুটি। ফলে আজকের ম্যাচ কমলের কাছে ছিল নিজেকে ছাপিয়ে যাওয়ার মঞ্চ। যদিও পুরুষদের ব্যক্তিগত ইভেন্টের প্রথম গেম ২-১১ পয়েন্টে হেরে যান শরথ। দ্বিতীয় গেম থেকেই স্বমহিমায় অবতীর্ণ হন ভারতীয় তারকা।

আরও পড়ুন: Tokyo Olympics: জিমন্যাস্টিক্সের ফাইনালে উঠতে ব্যর্থ বাংলার প্রণতি নায়েক

পর্তুগালের টিয়াগো আপোলোনিয়াকে ম্যাচের দ্বিতীয় গেম ১১-৮ পয়েন্টে হারান শরথ। তৃতীয় গেম ১১-৫ পয়েন্টে জেতেন ভারতীয় টেবিল টেনিস তারকা। চতুর্থ গেমে মরিয়া হয়ে ফিরে আসেন পর্তুগালের প্রতিযোগী। ওই গেম ৯-১১ পয়েন্টে হারেন শরথ। তবে এরপর প্রতিপক্ষকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি ভারতীয় তারকা। ম্যাচের পঞ্চম গেম ১১-৬ পয়েন্টে জেতেন কমল।

ষষ্ঠ গেমে জয়ের আশায় প্রথম থেকেই মরিয়া হয়ে ঝাঁপান ভারতীয় তারকা। পাল্টা আক্রমণে শরথ কমলকে কাঁটায় কাঁটায় টক্কর দেন পর্তুগালের টিয়াগো আপোলোনিয়া। এক সময় ৯-৯ পয়েন্টে আটকে যায় ম্যাচ। নিজের অভিজ্ঞতা প্রয়োগ করে সেখান থেকেই খেলা বের করেন শরথ কমল।

অন্যদিকে পুরুষদের ব্যক্তিগত টেবিল টেনিস রাউন্ডের দ্বিতীয় রাউন্ডে হেরে যান ভারতের জি সাথিয়ান। সেই হারের জ্বালা জুড়িয়ে মহিলাদের ব্যক্তিগত টিটি ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত জয় হাসিল করেন মনিকা বাত্রা। বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে দেশ।

আরও পড়ুন: Tokyo Olympics: ভারতের হয়ে ফেন্সিংয়ে ইতিহাস গড়েও বিদায় নিলেন ভবানী দেবী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest