বিয়ের পর সৃজিতের প্রথম জামাইষষ্ঠী, টুইটে অনেক খাবার পাঠালেন মিথিলা!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: গত ডিসেম্বরেই চারহাত এক হয়েছে সৃজিত মুখোপাধ্যায় ও রফিয়াৎ রশিদ মিথিলার। এরপর ফেব্রুয়ারিতে জমজমাট রিসেপশন পর্ব। রিসেপশন মিটিয়েই সৃজিত-মিথিলা দুজনেই ব্যস্ত হয়ে পড়েন নিজের কর্মজগতে।

এরপর দেখা করার নানা পরিকল্পনা থাকলেও বাধ সাধল করোনা। করোনার জন্য লকডাউন যেভাবে বাড়ছে তাতে আবার কবে তাঁদের দেখা হবে সে উত্তর নেই কারোর কাছেই। বিয়ের পর স্ত্রীয়ের প্রথম জন্মদিন, ঈদের দাওয়াত কোনওটাতেই থাকতে পারলেন না সৃজিত। এই প্রথমবার একসঙ্গে ঈদ আর জামাইষষ্ঠী উদযাপনের সুযোগ এসেছিল। কিন্তু কি আর করা!

আরও পড়ুন: করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশের বিতর্কিত গায়ক নোবেলের বাবা

ঢাকাতে গেলেই সৃজিতের পছন্দের খাবারে নিয়ম করে জামাই ষষ্ঠী সারবেন মিথিলার মা। বৃহস্পতিবার খাবারের টেবিলে সাজানো লোভনীয় সব খাবার আর সৃজিতের গতবারের ঢাকা সফরের একটি ছবি শেয়ার করে মিথিলা লেখেন, ‘এবার জামাই ষষ্ঠীতে নিজেই ভালোমন্দ কিছু খেয়ে নাও।’ 

পদ্মাপারে এখন অপেক্ষা শুধু লকডাউন ওঠার। সৃজিত ঢাকায় গেলেই চোদ্দো পদে জামাই আদর সারবেন শাশুড়ি অর্থাৎ মিথিলার মা।

ডিসেম্বরে ঢাকায় গিয়ে কী কী খেয়েছিলেন সৃজিত সেই নমুনা তো মিথিলা তাঁর টুইটে বিস্তারিত দিয়েই দিয়েছেন। মেন্যুর তালিকাটা সেই সময় টুইট করেছিলেন সৃজিতও। মেন্যুতে তে ছিল ঝিরি ঝিরি আলুভাজা, লটে শুঁটকি, ডাল, কড়াইশুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল আর বাঁধাকপি দিয়ে গরুর গোস্ত।

আরও পড়ুন: জীবনের প্রথম গান, করোনা-যোদ্ধাদের উপহার দিলেন মাধুরী, শুনুন…

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest