তপসিয়ার কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই সবকিছু, ঘটনাস্থলে ১০টি ইঞ্জিন

কারখানার ছাদ ভেঙে নিরাপত্তারক্ষীকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শনিবার সকালে ফের খাস কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। পার্ক সার্কাস সংলগ্ন ২১ নম্বর তপসিয়া রোডে রবারের জুতো তৈরির কারখানায় আগুন লাগল। সেখানে দাহ্যবস্তু মজুত থাকায় ভস্মীভূত কারখানার একাংশ বলে খবর। এদিন ভোর ৪টে নাগাদ আগুন লাগে বলে স্থানীয়রা জানিয়েছেন। আর তার জেরেই আগুনের লেলিহান শিখায় ছারখার হয়ে যায় গোটা কারখানা।

কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যাওয়ার পাশাপাশি কারখানার পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। কারখানার ছাদ ভেঙে নিরাপত্তারক্ষীকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। দমকলের ১০টি ইঞ্জিন চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: WB election 2021: ভোটার কার্ড ছাড়াও দিতে পারবেন ভোট, জেনে নিন কী ভাবে…

শুক্রবার দুপুরে জ্যোতি সিনেমার কাছে লেনিন সরণীতে আগুন লাগে। গত ৮ মার্চ স্ট্র্যান্ড রোডে ভয়াবহ আগুন লাগে। এদিনের আগুনে শহরের বুকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই কারখানার আশেপাশেও কয়েকটি কারখানা রয়েছে। সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। লাগোয়া বাড়িগুলি থেকে বাসিন্দাদের বের করে নিয়ে যাওয়া হয়। তবে আগুন নিভলেও দীর্ঘক্ষণ চলে কুলিং ডাউন প্রক্রিয়া। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, রবার কাটিংয়ের পুরনো মেশিনে শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছিল।

উল্লেখ্য, এরপর গত ৩১ মার্চ সাতসকালে স্ট্র্যান্ড রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল পৌনে ৮টা নাগাদ বহুতলের চারতলায় আগুন লাগে। নীচের তলায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। দমকলের ৬টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এদিনের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।

আরও পড়ুন: লেনিন সরণিতে ভয়াবহ আগুন, ভয়াবহ হচ্ছে পরিস্থিতি

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest