IND vs PAK Asia Cup 2023: India post 356 runs against Pakistan second time

IND vs PAK Asia Cup 2023: বাবরদের বিরুদ্ধে সর্বোচ্চ রানের রেকর্ড বিরাটদের, শুরুতেই ছন্নছাড়া পাকিস্তান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পাকিস্তানের বিরুদ্ধে শুধু সর্বোচ্চ রানের জুটি-ই নয়, সোমবার আরও একটি নজির তৈরি হল। বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের ব্যাটিং দাপটে এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসও তৈরি হল কলম্বোয়।

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাবর আজমদের বিরুদ্ধে রোহিত শর্মার দল তুলল ২ উইকেটে ৩৫৬। এক দিনের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে এটাই ভারতের সর্বোচ্চ রানের ইনিংস। ১৮ বছর আগেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল ৫০ ওভারে ঠিক ৩৫৬ রানই তুলেছিল। সোমবার রোহিতের দলের ৩৫৬ রান তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকল দুই ব্যাটারের। বিরাট কোহলি করলেন অপরাজিত ১২২ রান। লোকেশ রাহুলের ব্যাট থেকে এল অপরাজিত ১১১ রানের ইনিংস। তাঁদের জুটি উঠল ২৩৩ রান। এটাও নতুন নজির। পাকিস্তানের বিরুদ্ধে এটাই এক দিনের ক্রিকেটে ভারতের সব থেকে বেশি রানের জুটি।

আরও পড়ুন: Viral Video: বিশ্বজয়ের পরই মহিলা ফুটবলারের ঠোঁটে-ঠোঁটে স্প্যানিশ ফেডারেশন প্রেসিডেন্টের, ভাইরাল সেই ‘কিস’সা

রবিবার ভারতীয় ইনিংসের মাঝপথেই বৃষ্টি নামে। ফলে বন্ধ হয়ে যায় খেলা। সোমবার রিজার্ভ ডে-তেও নির্বিঘ্নে ম্যাচ আয়োজন নিয়ে সংশয় দেখা দেয়। কেননা বৃষ্টির লুকোচুরি চলে সকাল থেকেই। শেষমেশ বৃষ্টির বাধা টপকে পুনরায় ম্যাচ শুরু হয় ৪টে ৪০ মিনিটে।

ভারতের বিশাল রানের জবাবে শুরুতেই ১০.৪ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বাবর আজম। ২টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ১০ রান করেন পাক দলনায়ক। পাকিস্তান ৪৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ রিজওয়ান। ওভারের পঞ্চম বলে রিজওয়ানের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জানিয়ে রিভিউ খোয়ায় ভারত। সুতরাং, ভারতের হাতে আর কোনও রিভিউ বেঁচে নেই।

যদিও এই মুহূর্তে বৃষ্টির জন্য থমকে আছে খেলা। ইতিমধ্যেই পাকিস্তান ১১ ওভার খেলা খেলে ফেলেছে। পাকিস্তানের স্কোর এখন ২ উইকেটে ৪৪ রান। ম্যাচ যদি পুনরায় শুরু না হয়, তাহলে ভেস্তে যাবে খেলা। কেননা পাকিস্তান এখনও ২০ ওভার ব্যাট করেনি।

আরও পড়ুন: ICC World cup 2023: বিশ্বকাপের দল ঘোষণা, রোহিত অধিনায়ক, হার্দিক সহকারী, ১৫ জনের দলে কারা?

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest