ইরফান খানের কিছু অসাধারণ ডায়লগ যা পড়লে আপনার গায়ে কাঁটা দেবেই…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: এরকমটা হবে তা ঠিক ছিল না। কিন্তু নিয়তির কাছে সকলকেই হার মানতে হয়। বুধবার দিন মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে চিরতরের জন্য চোখ বুজলেন অভিনেতা ইরফান খান।

তাঁর অভিনয় নিয়ে কেউ কোনওদিনই সংশয় প্রকাশ করেননি। বলিউডের অন্যতম অভিনেতাদের মধ্যে একজন যিনি প্রত্যেক চরিত্রেই অত্যন্ত সাবলীল। আর ইরফান খানের মুখে যে সংলাপ শোনা যায় তা রোম্যান্টিক হোক বা হুমকি, তা জনপ্রিয় হবেই। সেরকমই কিছু সিনেমায় ইরফানের মুখে শোনা গিয়েছিল দারুণ কিছু সংলাপ। যা তাঁর মুখেই মানায়। কিন্তু সেই সব কথা আজ থেকে হয়ে গেল চিরকালীন। আপনাদের জন্য রইল তেমনই কিছু ডায়লগের সমাহার।

1

রূপোলি পর্দায় প্রথম আত্মপ্রকাশ ‘সালাম বম্বে’ ছবিতে। মীরা নায়ারের পরিচালনায় ১৯৮৮ সালে সেই প্রথম বলিউড চিনেছিল জয়পুরের নবাগতকে। 

2

তারপর দীর্ঘ ৩২ বছর, একাবারে ‘নন স্টপ’, কোথাও থামেননি ইরফান। অবশেষে থামলেন ‘আংরেজি মিডিয়াম’-এ এসে। 

3

হোমি আদাজানিয়ার পরিচালিত এই ছবিটাই হয়ে থাকল তাঁর শেষ ছবি। এরপর আর রূপোলি পর্দায় দেখা যাবে না তাঁকে।

আরও পড়ুন: ‘আমাদের প্রজন্মের সেরা অভিনেতা ইরফান খান’,স্মৃতিচারণা বলিউডের তিন খানের

4

জীবনের শেষ ট্যুইটে ‘পদ্মশ্রী’ সম্মানে সম্মানিত অভিনেতা ইরফান খান বলে গেলেন, তিনি অন্তর থেকে আবেগপ্রবণ, বাইরে থেকে ভীষণ খুশি…।

5

১২ এপ্রিল, বেলা ৩টে বেজে ৪৪ মিনিটে ‘আংরেজি মিডিয়াম’ নিয়ে এই পোস্টটি করেছিলেন ইরফান। এই একই পোস্ট তিনি শেয়ার করেছিলেন তাঁর ফেসবুক অ্যাকাউন্টেও।

6

এই ছবিতে চম্পক নামের একটি চরিত্রে ইরফান খানকে অভিনয় করতে দেখা যায়। যিনি তার মেয়ের লন্ডনে গিয়ে পড়াশুনার স্বপ্নপূরণ করেন। 

7

ইরফান তাঁর শেষ পোস্টটি করেছেন সেই চরিত্র নিয়েই। যেখানে তিনি একই সঙ্গে লিখে গেলেন, “অন্তরের প্রেম বাহিরেও প্রকাশিত হয়।”

8

কোলনে সংক্রমণ নিয়ে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ইরফান। চিকিৎসা চলছিল লন্ডনের একটি হাসপাতালে। 

9

কাল শারীরিক অবস্থার অবনতির কারণে অভিনেতাকে ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে।

10

২৪ ঘণ্টাও কাটল না, মৃত্যু হল অভিনেতার।

আরও পড়ুন: পৃথিবীর একেবারে কাছাকাছি এসে পড়েছে ‘মাস্ক’ পরা গ্রহাণু! জেনে নিন আছড়ে পড়ার সম্ভাবনা কতটা

Gmail 4

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest