টুইটার ট্রেন্ডিং তালিকার শীর্ষে ‘বাবা কা ধাবা’! কেন ভিড় উপচে পড়ল এই বৃদ্ধ দম্পতির দোকানে?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাস্তার পাশে ফুটপাতের উপর ছোট্ট দোকান। গাছের তলায় টিনের চালা দিয়ে ঢাকা। ‘বাবা কা ধাবা’ (#BabaKaDaba)। অল্প কিছু টাকা দিলেই ধোঁয়া ওঠা চায়ের পাশাপাশি মেলে গরম গরম পরোটা, ভাত, সবজি। যার যা পছন্দ। সেই মতো খাবারের থালা। সারা দিনের পরিশ্রমের বিনিময়ে যা মেলে তাতেই এতদিন দিন চলে যেত বৃদ্ধ দম্পতির। সামান্য সেই রোজগারেও বাধ সাধল করোনা ভাইরাস (CoronaVirus)।

প্রথমে লকডাউন তারপর নিউ নর্মাল, পাত্রে তৈরি সুস্বাদু মটর পনির কিন্তু গ্রাহক নেই, নেই রোজগারও। কান্নায় ভেঙে পড়েন অশীতিপর বৃদ্ধ এবং তাঁর স্ত্রী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন বসুন্ধরা নামের এক মহিলা। দিল্লির মালব্যনগরের ‘বাবা কা ধাবা’ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেছে। বাবা কা ধাবার এক বৃদ্ধ দম্পতির কান্না দেখে চোখে জল এসে যায় নেটিজেনদের।



বসুন্ধরার এই ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নজরে পড়ে সোনম কাপুর (Sonam Kapoor), রবিনা ট্যান্ডন (Raveena Tandon), স্বরা ভাস্কর (Swara Bhasker), সুনীল শেট্টি (Suniel Shetty), রণদীপ হুডাদের (Randeep Huda)। প্রত্যেকেই শেয়ার করেন দিল্লির মালব্যনগরের ‘বাবা কা ধাবা’র ভিডিওটি। সেখানে গিয়ে খাবার কিনতে অনুরোধ করেন সকলকে। রবিনা ট্যান্ডন প্রস্তাব দেন, ধাবার গিয়ে খাবার খেলে তাঁকে যেন ছবি পাঠানো হয়। তিনি সেই ছবি শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: তিন লক্ষ দেশলাই কাঠি দিয়ে তাজমহল বানিয়ে চমক বাংলার মেয়ের, গিনেস বুকে উঠতে পারে নাম

সবাই দিল্লির বাবা কা ধাবায় গিয়ে মটর পনির চেখে দেখি বলে সাধারণ মানুষের কাছে আবেদন করেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।ওই বৃদ্ধ দম্পতির হাসি ফিরিয়ে দেওয়ার জন্য সবাই এগিয়ে আসুন বলে আবেদন করেন সুনীল শেট্টি ।বাবা কা ধাবার ঠিকানা তাঁকে কেউ পাঠান বলে নেট জনতাকে অনুরোধ জানান সোনম কাপুর

বলিউড তারকাদের পাশাপাশি নেটিজেনদের উদ্যোগে ট্রেন্ডিং হয়ে যায় ভিডিওটি। বৃহস্পতিবার সকাল থেকেই ‘বাবা কা ধাবা’র সামনে ক্রেতারা পৌঁছে যান। কেউ কেউ আবার ৫০টি খাবার প্যাকেটের অর্ডার নিয়েও পৌঁছে যান। সব সামলে নেওয়া আশ্বাস দেন ৮০ বছরের কর্মঠ ‘যুবক’।

চা কাকুকে মনে আছে তো ?এই লকডাউনেই ভাইরাল হয়েছিল তাঁর নিরীহ জিজ্ঞাসা, 'আমরা চা খাব না?'... 'চা খাব না আমর।' গায়ে গামছা দেওয়া নিপাট ভালোমানুষের চেহারার এই লোকটি রাতারাতি সবার কাছে জনপ্রিয় হয়ে গিয়েছিলেন। উঠে এসেছিল তাঁর সংসারের টানাটানির কথা। মিমি চক্রবর্তীর মত সাংসদ তাঁকে রাখিও পাঠিয়েছিলেন। নেটিজেনদের কাছ থেকে মিলেছিল অর্থসাহায্য। একথা ঠিক কখন কার কোন কথা কিংবা অভিব্যাক্তি ভাইরাল হয়ে যাবে তা বোঝা আবহাওয়া বাজার থেকেও কঠিন।   

আরও পড়ুন: ট্রেনের টিকিট এবার অ্যামাজনেও, পান ক্যাশব্যাক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest