Bomb hoax at New Jalpaiguri station on the morning of Independence Day

স্বাধীনতা দিবসের সকালে বোমাতঙ্ক নিউ জলপাইগুড়ি স্টেশনে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

স্বাধীনতা দিবসের সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে বোমাতঙ্ক। স্টেশনে ঢোকার মুখে গোলাকার বস্তু ঘিরে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিজপোজাল স্কোয়াড। সন্দেহজনক বস্তুতিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ওই বস্তুটি ঠিক কী, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বাধীনতা দিবসের (Independence Day) সকালে আচমকাই নিউ জলপাইগুড়ি স্টেশনে একটি গোলাকার বস্তু পড়ে থাকতে দেখা যায়। তার চতুর্দিক দিয়ে তার বেরিয়ে থাকতেও দেখা যায়। তাতেই অনেকে ভাবেন হয়তো বোমাই পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। রেলপুলিশের নজরে আসে বিষয়টি। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডেও। বোমা নাকি অন্য কিছু তা পরীক্ষা-নিরীক্ষার আগে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না বলেই দাবি রেলপুলিশের।

আরও পড়ুন: Independence Day: ‘‌দেশটা সবার নিজের’‌, গান লিখে ঐক্য ও সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর

করোনা পরিস্থিতিতে রেল পরিষেবা বর্তমানে বন্ধ রয়েছে। যদিও স্টাফ স্পেশ্যাল (Staff Special) চলছে। তার ফলে স্টেশন চত্বর মোটামুটি ফাঁকাই ছিল। তা সত্ত্বেও কে বা কারা ওই গোলাকার বস্তুটি জলপাইগুড়ি স্টেশনে ফেলে রেখে গেল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্বাধীনতা দিবসে নাশকতার আশঙ্কায় সব স্টেশনে নিরাপত্তাই আগেভাগে জোরদার করা হয়। ওইদিনই নিউ জলপাইগুড়ি স্টেশনে কি নাশকতার ছক কষেছে কেউ, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্য জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। জেলায় জেলায় চলছে পুলিশি নাকা চেকিং। কোথাও নজরদারি চলছে স্নিফার ডগ নিয়ে। নিরাপত্তার বজ্র আঁটুনি সীমান্ত এলাকাতেও।  কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। দূরপাল্লার ট্রেন তো বটেই, স্টাফ স্পেশাল লোকাল ট্রেনগুলিতেও তল্লাশি চালাচ্ছে আরপিএফ ও জিআরপি।

আরও পড়ুন: Independence Day: ‘‌দেশটা সবার নিজের’‌, গান লিখে ঐক্য ও সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest